মোঃ আবুল কালাম, দিনাজপুর \ গতকাল শুক্রবার-আন্তঃনগর ট্রেনের টিকেট সমস্যা-সমাধান যাত্রী সেবা কার্যক্রম বাংলাদেশ রেলওয়ে দিনাজপুরের চলমান উন্নয়ন মূলক কার্যক্রম পরিদশন করলেন উপ-সচিব জাহিদুল ইসলাম। পঞ্চগড় থেকে আগত ঢাকাগামী যাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, টিকিট বিষয়ে কোন সমস্যা হলে কর্ত্যবরত স্টেশন মাষ্টার-স্টেশন সুপারিনটেনডেন্ট অথবা ট্রেনের ভিতর থাকা গার্ড বইয়ে লিপিবদ্ধ করতে হবে। রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, যাত্রী সেবায় কোন প্রকার হয়রানী বা অবহেলা বরদাস্ত করা হবে না। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রী মকবুল হোসেন বলেন, তদারকি থাকায় বর্তমানে যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। আগে টিকিট পেতে ও ট্রেনের ভিতর মলম পার্টি চোর সহ উপচে পড়া ভিড়ে ঢাকা যেতে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হত। বর্তমানে সে সকল সমস্যা নেই বললেই চলে। নিরাপদ গমনে সন্তোষ প্রকাশ করেন আন্তঃনগর ট্রেনের যাত্রীরা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে দিনাজপুর সুপারিনটেনডেন্ট এবিএম জিয়াউর রহমান, স্টেশন মাষ্টার নার্গিস প্রামানিক, বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ মাজেদুল ইসলাম (মাজেদ)। বাংলাদেশ নিরাপত্তা বাহিনী (আরএনবি) এসআই মোঃ সারোয়ার হোসেনথর নেতর্ৃত্বে সঙ্গীয় ফোর্স দিনাজপুর রেলওয়ে জিআরপি পুলিশ সহ বাংলাদেশ রেলওয়ে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।