পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়ার পাড়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বর্ষিয়ান রাজনীতিবিদ, জেলা আওয়ামীলাগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকের আলী (৭৫) দিনাজপুরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোররাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ঘরে বার্ধক্যজনীত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের পুরাতন পঞ্চগড় ধাক্কামারা এলাকার ডিস্ট্রিলারিজ গোরস্থানে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ দাফন করা হয়।
তিনি জেলা সদরের কমলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, পঞ্চগড় মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার, পঞ্চগড় রেলস্টেশন জামে মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি কমলাপুর উচ্চ বিদ্যালয়, কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় অবদান রাখেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।