ঘোড়াঘাট (দিনাজপুর ) প্রতিনিধিঃজাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী ও স্কাইটসহ ২১ টি ক্যাটাগরিতে ৬৫ জন বিজয়ীর মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (৩রা আগষ্ট) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারি শিক্ষক- শিক্ষিকা ও অভিভাবকগণ ।