সোমবার , ৮ আগস্ট ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গমাতা বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উৎস —-হুইপ ইকবালুর রহিম

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ৮, ২০২২ ৭:২১ অপরাহ্ণ
বঙ্গমাতা বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উৎস —-হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি \
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সবসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহস, অনুপ্রেরণা ও শক্তি ছিলেন উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, বাঙালির প্রতিটি আন্দোলন সংগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বঙ্গবন্ধুর পাশে থেকে তাকে পরামর্শ ও সহযোগিতা দিয়েছে। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের কঠিন সংকট ও জটিল পরিস্থিতি এবং বিভিন্ন সমস্যায় বঙ্গমাতা সময়পোযোগী পরামর্শ দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করেছেন। মহীয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা যার নামের সাথে মিশে আছে বাঙালির আবেগ আর ভালোবাসা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উৎস।

গতকাল সোমবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।
আলোচনার পুর্বে বিটিভিতে সম্প্রচারিত প্রধানমন্ত্রী কর্তৃক বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব দিবস উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান -২০২২ এর অনুষ্ঠান সম্মেলন কক্ষ হতে ভার্চুয়ালি দর্শন দেখানো হয়।

দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম, জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান জয়নুল আবেদীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আর মুঈদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রায়হান কবীর সোহাগ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ৯টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন চত্বরে বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, শহর ও সদর উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, তাঁতী লীগসহ সামাজিক, সাংস্কৃতিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল)’র উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে এবং এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা বিষয়ক ইন হাউজ প্রোগ্রাম

বালিয়াডাঙ্গীতে ৮’শ পরিবার পেল ঘর ও ঘরের চাবি

বীরগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময়

শ্রমিকদের ঘাম ঝড়া শ্রমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটছে —দিনাজপুরে সাবেক মন্ত্রী শাজাহান খাঁন এমপি

পীরগঞ্জে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা

পীরগঞ্জে মহিলা কলেজ অধ্যক্ষের মাতার উন্তেকাল

ঠাকুরগাঁওয়ে বিনা পারিশ্রমিকে কোর্ট ও ডিসি চত্বর পরিস্কারের দায়িত্ব পালন করেন– আকলিমা

পীরগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

রাণীশংকৈল পৌরসভায় আধুনিক গণশৌচাগার ও কসাইখানার উদ্বোধন!

তেঁতুলিয়ায় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের কাজ বিজিবির বাধায় স্থগিত