মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁওয়ে পূর্ব শত্রুতার জেরে কফিল উদ্দীন (৭০) নামে বৃদ্ধকে মারপিটের অভিযোগ উঠেছে। ৬ ফেব্রুয়ারি সোমবার রাতে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারী ওয়ার্ডে গিয়ে দেখা যায়, তিনি ব্যাথায় কাতরাচ্ছেন। এ বিষয়ে তিনি ঠাকুরগাঁও সদর থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে জানিয়েছেন। লিখিত অভিযোগে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজী কৃষ্টপুর গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে মো: কফিল উদ্দীন (৭০) প্রয়োজনে বাড়ি থেকে বের হয়। পরক্ষনেই ঠাকুরগাঁও সদর থানার সালন্দর শিংপাড়া গ্রামস্থ রবিউলের মুদির দোকানের সামনে কাঁচা রাস্তার উপরে পৌছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কয়েকজন মানুষ লোহার রড সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তিনি দেখতে পান ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের উত্তর আরাজী কৃষ্টপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো: রশিদুল ইসলাম (৩২), মো: মহির উদ্দীন (৫২) ও মো: শহিদুল ইসলাম (৪২) পূর্ব শত্রুতার জেরে তাকে মারপিট করছে। পরে আশপাশের মানুষজন এগিয়ে কফিল উদ্দীনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।