দিনাজপুরে ৭ দিনব্যাপী তৃণমূল পর্যায়ে অনুর্ধ্ব ১৫-২০ বছর (মহিলা) বাস্কেটবল প্রশিক্ষণ ক্যাম্প এর সমাপনী, সনদপত্র বিতরণ এবং ২০ জন খেলোয়াড়কে করোনাকালীন প্রনোদনার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গত ৩ আগস্ট বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়। এতে ১৫ জন মেয়ে প্রশিক্ষণ গ্রহন করেন।
মঙ্গলবার (৯ আগস্ট ২০২২) বিকেল সাড়ে ৪ টায় দিনাজপুর স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার।
জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাস্কেটবল প্রশিক্ষন কোচ সবুজ মিয়া।
এসময় প্রধান অতিথির বক্তব্য সুব্রত মজুমদার ডলার বলেন, অত্যান্ত জনপ্রিয় খেলা বাস্কেটবল। আর এর শীর্ষ পর্যায় যেতে হলে প্রশিক্ষনের কোন বিকল্প নেই। প্রশিক্ষণ গ্রহন করে নিজেকে দক্ষ করে গড়ে তুলে নিজের প্রতিভা দেখাতে হবে। শুধু বাস্কেটবলই নয়, যে যেই খেলায় আগ্রহী তাকে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত সেই খেলা চর্চা করতে হবে।
আলোচনা শেষে প্রশিক্ষনার্থী ১৫ জনের হাতে সনদপত্র ও তাদের আর্থিক সহায়তার অর্থ প্রদান করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এর পর বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন কর্তৃক করোনাকালীন প্রণোদনা হিসেবে ২০ জন খেলোয়াড়কে ৩ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা বিতরণ করেন অতিথিবৃন্দ।
এসময় জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপূর্ব, যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান, মিজানুর রহমান পাটোয়ারী বাবু, নির্বাহী সদস্য প্রশান্ত সরকার অরুণ, আনোয়ারুল ইসলাম, আশরাফুল আলম রমজান, রবিউল আউয়াল খোকা, সদস্য জুলফিকার, মো. শাহীন প্রমুখ।
উল্লেখ্য, বাস্কেটবল প্রশিক্ষণ ক্যাম্প এর সমাপনী, সনদপত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। কিন্তু তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।