বিরল (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বিরলে শতবর্ষ বয়সী ভিক্ষুক আকবর আলীর দাবী অবশেষে বাস্তাবায়ন হয়েছে।
বুধবার সকালে বিরল উপজেলা পরিষদের হলরুমে তার হাতে সমাজ সেবা অধিদপ্তরের জাতীয় সমাজ কল্যাণ পরিষদ এর ভিক্ষুক পুনর্বাসন তহবিল হতে নগদ ২৫হাজার টাকা তুলে দেন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
টাকা হাতে পেয়ে বয়সের ভারে নুয়ে পড়া শতবর্ষী ভিক্ষুক আকবর আলী কাঁদো কাঁদো কন্ঠে বলতে থাকেন ”বাফুরে আইজক্যা মুই খুবেই খুশি হইছু এবং মনত শান্তি পাইছু। শেখ হাসিনা একসাথে মোক ভিইল্যা টাকা দিছে । আল্লাহ শেখ হাসিনার ভাল করিবি”। শেখ হাসিনা যেন যুগ যুগ বাঁচি থাকে। হামার মন্ত্রীও (নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি) এর আগত মোক এক বস্তা চাউল ও পাঁচ হাজার টাকা দিছে, কম্বল দিছে, অনেক কিছু দিছে। আল্লাহ মন্ত্রীরও ভালো করিবি। মুই আর ভিক্ষা করিবা চাহোনা।
শতবর্ষ বয়সী ভিক্ষুক আকবর আলীর বাড়ী উপজেলার আজিমপুর ইউপি’র রাজুরিয়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃতঃ সাহার উদ্দীনের ছেলে। স্ত্রী আসমা খাতুন (৮৫)কে নিয়ে তিনি অন্যের জায়গায় আশ্রিত হয়ে বসবাস করছেন। সংসারে একমাত্র উপার্জনকারী এই ভিক্ষুকের সম্পদ বা জায়গা জমি বলতে তার কিছুই নেই। ভিক্ষাবৃত্তি করে কোন রকমে সংসার চলে। অসুস্থতার কারনে কোন দিন ভিক্ষাবৃত্তি করতে যেতে না পারলে সেদিন তাকে স্ত্রীসহ প্রায় উপস করে থাকতে হয়। জীবন বাঁচানোর তাগিদে তাই তাকে এই বৃদ্ধ বয়সেও ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে।
তার এই এমন নিদারুণ কষ্টের কথা উল্লেখসহ ভিক্ষুক পুনর্বাসনের দাবী ও সংশ্লিষ্ঠ মহলের হস্তক্ষেপ কামনা করে দেশের বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশ হয়। খবরটি নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র দৃষ্টিগচর হলে তিনি তার ব্যাক্তিগত তহবিল থেকে ওই ভিক্ষুক আকবর আলীকে নগদ ৫ হাজার টাকা ও ৫০ কেজি ওজনের ১ বস্তা চাল প্রদান করেন। সেই সূত্র ধরে সমাজ সেবা অধিদপ্তরের জাতীয় সমাজ কল্যাণ পরিষদ এর ভিক্ষুক পূনর্বাসন তহবিল হতে নগদ ২৫হাজার টাকা শতবর্ষী ভিক্ষুক আকবর আলীর হাতে তুলে দেন, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি।
এর আগে প্রধান অতিথি নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি একই হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাদ্যযন্ত্র প্রদান করেন এবং বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনে বঙ্গবন্ধুর ফটো গ্যালারী, এনসিডি কর্ণার,এবং প্যাথলজী ল্যাবের উদ্বোধন করে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় উপস্থিত হয়ে পরামর্শ ও দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধামন্ত্রী শেখ হাসিনা জনগনের দাড়গোড়ায় চিকিৎস্যা সেবা পৌঁছে দিয়েছেন। তিনি দেশের স্বাস্থ্য বিভাগটিকে নিজেই দেখভাল করেন। শেখ হাসিনা বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে, যেমনটি বঙ্গবন্ধু চেয়েছিলেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) আফছানা কাওছার, সহকারী কমিশনার (ভ‚মিঃ) আব্দুল ওয়াজেদ, পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুল মোকাদ্দেস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, যুগ্মসাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন, জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য বিলকিস পারভীন, থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা। এছাড়া প্রমূখও উপস্থিত ছিলেন। প্রধান অতিথি পরে মঙ্গলপুর সিনিয়র আলিম মাদ্রাসার নবনির্মত একাডেমিক ভবনের উদ্ধোধন করেন ও বক্তব্য রাখেন।