খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহত বৃদ্ধা খামারপাড়া ইউনিয়নের বোর্ডেরহাট এলাকার বালাপাড়া দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অফিস সহকারী মৃত আঃ গফুরের স্ত্রী অমিছা বেগম (৭০)। রবিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের বালাপাড়া দাখিল মাদ্রাসার পার্শ্বে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধা রসুন কাটার উদ্দ্যেশে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় পিছন থেকে একটি অটোরিকশা ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার পর কর্মরত চিকিৎসক বৃদ্ধার অবস্থার অবনতি দেখে দ্রæত সময়ের মধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। দিনাজপুরে নিয়ে যাওয়ার পথে বৃদ্ধা মারা যান।
এ বিষয়ে সাব-ইন্সপেক্টর মানিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজনের কোন আপত্তি না থাকায় বৃদ্ধার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।