যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জাতীয় শোক দিবস পালিত হয়েছে। কর্মস‚চির অংশ হিসেবে স‚র্যোদয়ের সাথে সাথে ভোর ৫.৩৯ মিনিটে প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। সকাল ৯ টায় মাননীয় ভাইস-চ্যান্সেলরের প্রফেসর ড. এম. কামরুজ্জামান এর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব ও ১৫ আগস্ট ১৯৭৫ সালে জাতির পিতার পরিবারের অন্যান্য শহীদগণের স্মরণে কালো ব্যাজ ধারণপ‚র্বক নীরবতা পালন করা হয়। পরবর্তীতে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে প্রশাসনিক ভবনের সম্মুখে স্থাপিত তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ক্রমান্বয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ডীনবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, হাবিপ্রবি শাখা ছাত্রলীগ, শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন ও কর্মচারিদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এরপর জাতীয় র্শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মস‚চির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ১০ তলা একাডেমিক ভবনের পাশে একটি স্বর্ণচাঁপা ও একটি কৃষ্ণচ‚ড়া গাছের চারা রোপণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর মাননীয় ড. এম. কামরুজ্জামান। বৃক্ষরোপণ শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সকাল ১১ টায় চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়।
এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে হাবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৫ আগস্ট জাতির পিতার পরিবারের অন্যান্য শহীদগণের আত্মার মাগফেরাত কামনায় বাদ জোহর বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা ও উপজেলা নির্বাহী অফিসার রাাফিউল আলম।
এরপর উপজেলা আওয়ামীলীগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঘোড়াঘাট থানা, ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা সংসদ, ঘোড়াঘাট রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ওসমানপুর সোনালী ব্যাংক, দিনাজপুর পলী বিদ্যুৎ সমিতি-২, ঘোড়াঘাট জোনাল অফিস সহ সরকারী-বেসরকারী দপ্তর ও রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, উপজেলা কৃষি অফিসার এখলাস হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক কবিতা আবৃতি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পার্বতীপুর
পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি\ দিনাজপুরের পার্বতীপুরে পৃথক পৃথক ভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এই দিনে পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগ নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা দোয়া ও ভোজের আয়োজন করে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পার্ঘ অর্পন করা হয়। এর পর বিশাল একটি শোক র্যালী শহর প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় যোগ দেয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সংসদ সদস্য সাবেক মন্ত্রী এ্যাডভোকেট মোস্তার্ফিজুর রহমান ফিজার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হার্ফিজুল ইসলাম প্রামানিক এবং উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সঞ্চালক ছিলেন এসিল্যান্ড প্রীতম সাহা। আলোচনা শেষে নানা ইভেন্টে অংশ গ্রহনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন এমপি ফিজার। এ সময় তিনটি প্রতিষ্ঠানকে যুব ঋন সহায়তায় চেক বিতরন করা হয়।
কাহারোল
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ ১৫ই আগষ্ট সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী বাংলাদেশের স্থপতি স্বাধীনতা সংগ্রামে মহা নায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালনে দিনাজপুর জেলার কাহারোল উপজেলা আওয়ামীলীগ বিস্তারিত কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর ১ম প্রহরে সকাল ৯টায় কাহারোল উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়। বেলা ১২টায় দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল এমপির নেতৃত্বে উপজেলা পরিষদ চত্তরে জাতির জনকের স্মৃধিসৌধে পুষ্প স্থবক অর্পণ করা হয়। বেলা ১টায় সংসদ সদস্যের নেতৃত্বে জাতির জনকের শোক র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে শেষ করা হয়। বিকেল ৩টায় বঙ্গবন্ধুর ১৫ আগষ্টের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর রাজনীতির আদর্শের উপর বক্তব্য রাখেন, সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল এমপি, কাহারোল উপজেলা আওয়ামলীগের সভাপতি এ.কে.এ ফারুক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সাবেক যুগ্ম সম্পাদক রাজেন্দ্র দেবনাথ, সাবেক সহ সভাপতি আশরাফুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন প্রমুখ। আলোচনা শেষে হতদরিদ্রদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
বিরল
বিরল (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বিরলে জাতীয় শোক দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা, দোয়া মাহফিল ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। প্রথমে নৌপরিবহ পতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম,পি’র পক্ষ থেকে এবং উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষথেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু ও ইউএন আফছানা কাওছারের নেতৃত্বে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর ও সাধারণ সম্পাদক রমা কান্ত রায়ের নেতৃত্বে সহযোগী অঙ্গসংগঠন সমূহসহ এক বিশাল শোক র্যালী শহরের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর একে একে মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, বিরল পৌরসভা, প্রেসক্লাব, বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘ,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বিরল সরকারি কলেজ, আদিবাসী সমিতি, বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে ইউএনও আফছানা কাওছারের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রহমান আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলামসহ প্রমূখ। শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কুরআন খানি, দোয়া মাহফিল, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক নুর জামালের সঞ্চালোনায় এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ প্রমুখ। আলোচনা সভা শেষে প্রায় একহাজার মানুষকে দুপুরের আহার করানো হয়।
চিরিরবন্দর
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গতকাল ১৫ আগস্ট সোমবার জাতীয় পতাকা অর্ধ-নমিত করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, উপজেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গসহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুসহ সরকারি কর্মকর্তা ও নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দিবসটি উপক্ষে সরকারিভাবে ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চিত্রাংকন, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।