হাকিমপুর প্রতিনিধি \ দিনাজপুরের হাকিমপুরে ভায়রো হেমরম নামে এক আদিবাসীর মরদেহ উদ্ধার করছে পুলিশ।
গত শুক্রবার দিবাগত সন্ধ্যায় বিরামপুর-হিলি সড়কের পার্শ্বে মোস্তাক মাষ্টারের ওয়েব্রিজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত ভায়রো হেমরম (৪৫) দিনাজপুরের কাহারোল উপজেলার ইশানপুর গ্রামের মৃত লক্ষণ হেমরমের ছেলে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া এর সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ওয়েব্রিজ এলাকা থেকে ওই আদিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার কাছে একটি ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগে ডাক্তারি কাগজপত্র অনুযায়ী জানা যায়, সে অসুস্থ এবং তার বাড়ী দিনাজপুরের কাহারোল উপজেলার ইশানপুর গ্রামে। ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।