তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উদযাপন ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশী স্থলবন্দর বাংলাবান্ধার আমদানি-রপ্তানী দুইদিন বন্ধ থাকছে। তবে ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন। তিনি জন্মাষ্টমী ও সাপ্তাহিক ছুটির কারণে বৃহস্পতিবার ও শুক্রবার বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার সকাল থেকে আবার চালু হবে বন্দরটির কার্যক্রম।
বাংলাবান্ধা ইমিগ্রেশন অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীতে একদিনের জন্য বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানী বন্ধ থাকলেও ইমিগ্রেশনে যাত্রীপারাপার স্বাভাবিক থাকবে।
ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, সোমবার ভারতে জন্মাষ্টমীর সরকারি ছুটি থাকায় পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ আছে।
মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।