ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরে ঘোড়াঘাটে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের সোনারপাড়া চরপাড়া এলাকার করতোয়া নদীর ন্যাংড়ার ঘাট থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে ওই বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে কিছুদিন পূর্বে তার মৃত্যু হয়েছে। তারপর মরদেহটি পানিতে ভেসে উঠে। তার শরীর পচন ধরেছে। সুরতহালে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তার কিভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এখন পর্যন্ত তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। মৃত ব্যক্তির মরদেহ বৃহস্পতিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।