খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উজেলায় চুলার আগুনে পুড়ে গরুসহ ১১টি ঘর সম্পূর্ণরুপে ভস্মিভূত হয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনাটি গত ১৯ আগস্ট শুক্রবার রাত আনুমানিক ৮টায় উপজেলার ভাবকী ইউনিয়নের দেউলগাঁও গ্রামে ঘটেছে।
ফায়ার সার্ভিস স্টেশন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই সময় খড়ির চুলার আগুন থেকে রান্নাঘরে অগ্নিকান্ডের শুরু হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনে ৭টি পরিবারের ৩টি গোয়ালঘর, ৩টি রান্নাঘর, ৩টি শয়নকক্ষ, ২টি খড়িঘর ও ১টি গরু পুড়ে যায়। খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্য ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা ও সহযোগিতার আশ্বাস দেন জনপ্রতিনিধি, প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ।
খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকান্ডে ১০ লাখ উদ্ধার করা হয়েছে। অগ্নিকান্ড প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। এজন্য সকলকে সজাগ হতে হবে।