মঙ্গলবার , ৯ জুলাই ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় বিপদসীমার উপরে করতোয়া নদীর পানি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ৯, ২০২৪ ৯:৪১ অপরাহ্ণ

খানসামা ও চিরিরবন্দর প্রতিনিধি \টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে দিনাজপুরে খানসামায় করতোয়া নদীর পানি বিপদসীমার ১৭৩সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদী তীরবর্তী নি¤œাঞ্চল খানসামার ভাবকী ইউপির চাকিনিয়া গ্রামের বগুড়াপাড়া প্লাবিত হয়েছে।
রোববার নি¤œাঞ্চলের পানিবন্দী ৭টি পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার বিতরণ করেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন।এসময় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম তুহিনসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
গত শনিবারের চেয়ে ৪০সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। যা ছিল ১৩৩ সেন্টিমিটার। গত এক সপ্তাহ ধরে থেমে থেমে বৃষ্টি হওয়ায় খানসামা উপজেলার আত্রাই নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হলে নি¤œ এলাকা পানিতে নিমজ্জিত হয়।
দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড সূত্র জানিয়েছে, বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে খানসামার উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর পানি। গত রবিবার বিকাল ৬টায় বয়ে যাওয়া আত্রাই নদীর পানি বিপদসীমার ১৭৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর এই অংশে বিপদসীমা ৪৩ দশমিক ৭০ মিটারের বিপরীতে প্রবাহিত হচ্ছে ৪৫ দশমিক ৪৭মিটারে।তবে দিনাজপুরের উপর দিয়ে প্রবাহিত অন্যান্য নদীর পানি বাড়লেও বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সিদ্দিকুর জামান জানান, রবিবার বিকাল ৬টার দিকে করতোয়া নদীর পানি বিপদসীমার ১৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে বৃষ্টিপাত না হলে পানি কমে যাবে বলে জানান তিনি। দিনাজপুরে ৩৩ দশমিক ৯০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, আমি সরজমিনে গিয়ে পানিবন্দী ৭টি পরিবারের মাঝে নগদ অর্থ ও শুকনো খাবার দিয়েছি। আশা করছি খুব শীঘ্রই পানি নেমে যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জামিন মেলেনি পরীমণির, কারাগারে পাঠানোর নির্দেশ

মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে দিনাজপুরে কর্মশালা

পীরগঞ্জে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ইফতার বিতরণ

হরিপুরে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড়ের সীমান্ত থেকে বাংলাদেশী গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে দিনাজপুর একাডেমি চ্যাম্পিয়ন

দিনাজপুরে ক্রীড়া অফিসের আয়োজনে প্রমিলা খেলোয়াড়দের ফুটবল প্রশিক্ষন শুরু

হাবিপ্রবিতে “কম্পিউটেশন অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্স” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

বীরগঞ্জে কাঁদা – মাটির রাস্তার বেহাল দশা,ভোগান্তি চরমে

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়