বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওয়াইফাই ডিভাইস ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২২ আগষ্ট -২০২২) দুপুরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহেনা এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. কামাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন্দ্র নাথ গবিন, থানার ওসি সুব্রত কুমার সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার পরিতোষ চন্দ্র সরকার। এ সময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পরে প্রথম ধাপে ১৬৮টি বিদ্যালয়কে ওয়াইফাই ডিভাইস ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, কানের ডিভাইস, চশমা সহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি গোপাল। প্রধান অতিথির বক্তব্যে এমপি মনোরঞ্জন শীল গোপাল বলেন, সজীব ওয়াজেদ জয়, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা। সজীব ওয়াজেদ জয়, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা। সজীব ওয়াজেদ জয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তনয় এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্র্রপতি ও হাজার বছরের শেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ দৌহিত্র। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের “ভিশন ২০২১” ইশতেহার প্রণয়নে মুখ্য ভূমিকা পালন করেন। বর্তমানে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তারই প্রচেষ্টায় আজ প্রাথমিক বিদ্যালয়গুলোকে ডিজিটালের আওতায় আনা হচ্ছে।