দিনাজপুরের ফুলবাড়ীর শ্মশানের সেওড়া গাছে ঝুলন্ত অবস্থায় রথিন হেমব্রম ডুগডুর (৩৮) নামে এক আদিবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকালে মরদেহের ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গত সোমবার দিবাগত রাত ৯টার দিকে ফুলবাড়ীর উপজেলার কাজিহাল ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের শ্মশানের সেওড়া গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত রথিন হেমব্রম ডুগডুর ফুলবাড়ীর উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরী মন্ডলপাড়া গ্রামের মৃত সোম হেমব্রমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো.শফিকুল ইসলাম জানান, রামেশ্বরপুর গ্রামের শ্মশানের নির্জন স্থানের সওড়া গাছের ডালে ঝুলন্ত অবস্থায় রথিন হেমব্রম ডুগডুরের মরদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে পুলিশ রাতেই মরদেহটি উদ্ধার করে। গতকাল মঙ্গলবার সকালে মরদেহের ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।