মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলায় পরিবেশবান্ধব উপায়ে ফুল গ্রেইন চাল উৎপাদন এবং শ্রমিকদের স্বাস্থ্য সুরায় কর্মেেত্র পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্ট বিভাগের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৬ মে বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইএসডিও’র বাস্তবায়নে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় আলোচনা সভায় ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা কৃষি বিপনণ কর্মকর্তা রতন কুমার রায়, মৃত্তিকা সম্পদ ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গির আলম, ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ চন্দ্র রায়, জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী, হাস্কিং মিল মালিক সমিতির সভাপতি মাহমুদ হোসেন রাজু, চাল উৎপাদনকারী মোঃ আবুল কাশেম, মোঃ মোখলেছুর রহমান বাবলু, ছাই ব্যবসায়ী মোঃ আরমান আলী, ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের এ্যাডভোকেসী ম্যানেজার শাহ মোঃ আমিনুল হক, উপজেলা ম্যানেজার ঝর্না বেগম প্রমুখ। শেষে উপস্থিত সবাইকে পাঁচ কেজি করে ফুল গ্রেইন চাল উপহার হিসেবে দেওয়া হয়।