ভারতের ৫০টিরও বেশী বিশ^বিদ্যালয়ে ভর্তির লক্ষ্যে লাখো তরুণেরা স্বপ্ন পুরনের প্রত্যয় নিয়ে ২৪ আগস্ট বুধবার লিলি মোড় সংলগ্ন হোটেল গ্রেন্ড নুর কনফারেন্স রুমে বিদেশে উচ্চ শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের হলদিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজির সম্মানিত রেজিষ্ট্রার ডাঃ অঞ্জন মিসরা, সিনিয়র এডমিন অফিসার ড. দেবাশীষ দাস এবং বর্ণ বাংলা অ্যাপের ফাউন্ডার ও সিইও মোঃ সাইদুর রহমান। “ভারতের বুকে একখন্ড বাংলাদেশ” শীর্ষক শ্লোগানকে সামনে রেখে বর্ণ বাংলা অ্যাপ দেশের প্রথম মার্কেট প্লেস ফর এডুকেশন যেখানে পৃথিবীর প্রায় ৪২টি দেশের ১০ হাজারেরও বেশি বিশ^বিদ্যালয় ভর্তির তথ্য, আবেদনের, যোগ্যতা, ফিস স্ট্রাকচার পাওয়া যাবে। এমনকি বর্ণ বাংলা অ্যাপের মাধ্যমে এই সকল ইউনিভারসিটিতে আবেদন ও করা হবে। সেখানে থাকছে না কোন তৃতীয় পক্ষের উপস্থিতি। ভর্তি বিষয়ক সকল তথ্য বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ অথবা বিদ্যালয়ের মনোনীত এজেন্ট মনিটরিং করবেন। এছাড়াও বর্ণ বাংলা অ্যাপের অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে প্রিপারেশন, দেশ-বিদেশের স্কলারশিপ, ক্যারিয়ার কোচ, টিউটর, জব ও ভর্তি বিষয়ক বই এর তথ্য। বর্ণ বাংলা অ্যাপের শ্লোগান হচ্ছে “ ণড়ঁৎ ঞৎঁংঃবফ ঈধৎববৎ অংংরংঃধহঃ ” বিস্তারিত জানতে প্লে সেন্টার এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে হবে ইঙজঘঙ ইধহমষধ অঢ়ঢ় অথবা ভিজিট করুন িি.িনড়ৎহড়নধহমষধ.পড়স