পঞ্চগড় প্রতিনিধি\ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সুস্থতা কামনায় পঞ্চগড়ে বিশেষ দোয়া আয়োজন করা হয়েছে। হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বুধবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার আমলাহার বায়তুল নূরানী ও হাফেজীয়া মাদ্রাসায় ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসাটির কুরআনের হাফেজ ও শিক্ষার্থীরা অসুস্থ ডা. সেব্রিনা ফ্লোরার দ্রæত সুস্থতা কামনায় মহান আল্লাহ তায়ালার কাছে হাত তুলে বিশেষ দোয়া প্রার্থনা করেন। মাদ্রাসার প্রধান আলেম মাওলানা মো. কামরুল ইসলাম দোয়া মাহফিল পরিচালনা করেন। ওই মাদ্রাসার শিক্ষক ও সংগঠনটির সদস্যরা দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া মাহফিল শেষে সবার মাঝে খাবার বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে সংগঠনটির নির্বাহী প্রধান সাইফুল ইসলাম শান্তি বলেন, করোনা মহামারীর সময়ে মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ দেশের ডাক্তার ও নার্সরা যে অবদান রেখেছিলেন জাতি তা সবসময়ই শ্রদ্ধা ও ভালোবাসার সাথে মনে রাখবে। তিনি আরও বলেন, করোনা মহামারীর সময়ে যে ব্যক্তিটি সবসময়ই টিভির পর্দায় এসে দেশের মানুষকে করোনা বিষয়ে সজাগ করতেন এবং পরামর্শ দিতেন সেই মীরজাদী সেব্রিনা ফ্লোরার অসুস্থতার খবর শুনে খুব কষ্ট পাচ্ছি। ডাক্তার সেব্রিনা ফ্লোরা আমাদের গর্ব, আমাদের অহংকার। উনার সুস্থতার জন্য দেশবাসীর প্রতি দোয়া প্রার্থনার অনুরোধ করছি।
উল্লেখ্য যে, শারীরিক অসুস্থতা ধরা পড়লে গত মাসে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় সেব্রিনা ফ্লোরাকে। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে সেখানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।