আপেল মাহমুদ, রুহিয়া(ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামে জমি-জমাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে পুকুরে পরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো ২ জন।
রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার হরিহরপুর গ্রামে (মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের পিছনে) এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রহিমানপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু।
মৃত তোয়াবুর রহমান (৬০) হরিহরপুর গ্রামের মৃত দবির উদ্দীনের ছেলে। আহতরা হলেন- আবির হোসেন (১৭) ও ইউসুফ আলী (৫৫)।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানাযায় উভয় পক্ষের মধ্যে বাড়ির জমির কিছু অংশ নিয়ে দীর্ঘদিন ধরে ঝগড়া বিবাদ হয়ে আসছিল। যা ইতিপূর্বে বিষয়টি সমাধানে স্থানীয় ভাবে বৈঠক হয়। কিন্তু রোববার বিকালে গাছ লাগানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় তোয়াবুরের পুকুরে পরে যায়। পরে গুরুতর অবস্থায় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
মেডিকেল অফিসার ডা: রুবাইয়া জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই ওই বৃদ্ধের মৃত্যু হয়।
ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে মামলা নথিভূক্ত করা হবে।