বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: রোগীদের নিকট অর্থগ্রহন করে মিথ্যাভাবে সরবরাহকৃত মেডিকেল সনদ প্রদানের অভিযোগ উঠেছে। জেলার বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের’র আরএমও ডা. মিঠুন চন্দ্র দেবনাথ’র বিরুদ্ধে। ঠাকুরগাঁও সিভিল সার্জন ও গণমাধ্যসহ বিভিন্ন দপ্তরে, লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, আমার প্রতিপক্ষের নিকট অন্যায় ও অনৈতিক ভাবে অর্থগ্রহন করে আমাদের জখমের সাথে সরবরাহকৃত মেডিক্যাল সনদের কোন প্রকার মিল নেই। উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের দক্ষিণ পারুয়া গ্রামের মৃত ডিকরা মোহা’র ছেলে দারাবুল ইসলাম ও তার পরিবার সাইদুর রহমান, সাইফুল ইসলাম, সাজেদা বেগম ও রিপা আক্তার তাদের অভিযোগে বলেন, গত ৫ জুন জমা-জমি সংক্রন্ত বিষয় নিয়ে সংর্ঘষের ঘটনায় আমাদের পরিবারের ৫ জন লোক প্রতিপক্ষের আঘাতে শারীরিক মারাত্বকভাবে আহত হয়। গুরুতর জখম অবস্থায় ওইদিন বালিয়াডাঙ্গী হাসপাতালে ভর্তি হয় এবং ২০ দিন যাবত চিকিৎসা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি।
অভিযোগে আরও বলেন, কিছুদিন পর বিজ্ঞ আদালত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের’র আরএমও ডা. মিঠুন চন্দ্র দেবনাথ এর নিকট সংর্ঘষের ঘটনার মেডিকেল সনদের চিঠি প্রেরণ করেন। ডা. মিঠুন চন্দ্র দেবনাথ, আমাদের প্রতিপক্ষের নিকট অর্থগ্রহন করে মিথ্যাভাবে আমাদের শারীরিক জখমের ত্রæটিপূর্ণ ও নরমাল মেডিকেল সনদ বিজ্ঞ আদালতে সরবরাহ করার ফলে, আমাদের বিচারাধীন মামলায় প্রতিপক্ষের লোকজন সুবিধা প্রাপ্ত হয়েছে। ত্রæটিপূর্ণ ও নরমাল সনদের কারণে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশংকা প্রকাশ করছি।
এব্যপারে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের’র আরএমও ডা. মিঠুন চন্দ্র দেবনাথ গণমাধ্যকে জানান, ওই ঘটনায় আহত রোগীদের জখমের প্রাপ্ত অনুসারে মেডিকেল সনদ বিজ্ঞ আদালতে সরবরাহ করা হয়েছে। কেউ যদি আমার বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করে, আমার কোন করার নেই।
ভুক্তভোগীর অভিযোগের বিষয়ে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ বলেন, বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের’র দায়িত্বপ্রাপ্ত আরএমও ডা. মিঠুন চন্দ্র দেবনাথ অর্থগ্রহন করে মিথ্যাভাবে সরবরাহকৃত মেডিকেল সনদ প্রদানের অভিযোগ আদালতের নির্দেশনা ছাড়া আমার কোন করার নেই।