দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুরের বিরল পৌর সভার ২০২২-২০২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিরল উপজেলা পরিষদের হলরুমে উন্মুক্ত বাজেট পেশ করেন, বিরল পৌর সভার মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর। বাজেটে আগামী ২০২২-২০২৩ অর্থবছরে ৩৭ কোটি ২৬ লক্ষ ৪৬ হাজার ২৪১ টাকা সম্ভাব্য আয় ধরা হয় এবং সমপরিমান ব্যায় নির্ধারণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন, বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, সাবেক আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিরল পাইলট সরকারী মডেল উচ্চ বিদ্যালয়রে প্রধান শিক্ষক মঞ্জুরুল হাসান দুলু, পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, বীর মুক্তিযোদ্ধা রহমান আলী, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুজ্জামান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শমসের আলী, রুমানা অটো রাইস মিলের সত্বাধিকারী রফিকুল ইসলাম বাবু, এমসি অটো রাইস মিলের সত্বাধিকারী সুলতান চৌধুরী, বিরল সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ খলিলুর রহমান, বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক আলহাজ্ব ইসাহাক আলী কাজী, উপজেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মৌঃ মনসুর আলী প্রমুখ বক্তব্য রাখেন।