বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ ভারত সর্ম্পককে সুদৃঢ় করতে রেল এবং সড়ক যোগাযোগ বৃদ্ধির লক্ষে দিনাজপুরে বাংলাদেশ ভারত জয়েন্ট মুভমেন্ট করিডোর কমিটির উদ্দ্যোগে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ১, ২০২২ ১২:২২ পূর্বাহ্ণ

বাংলাদেশ ভারত সর্ম্পককে আরো সুদৃঢ় করতে রেল ্এবং সড়ক যোগাযোগ বৃদ্ধির লক্ষে দিনাজপুরে বাংলাদেশ ভারত জয়েন্ট মুভমেন্ট করিডোর কমিটির উদ্দ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আগামী ৫ সেপ্টেম্বর দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক্কের প্রাক্কালে বাংলাদেশ ভারত জয়েন্ট মুভমেন্ট করিডোর কমিটির দীর্ঘদিনের দাবি নিয়ে দুই দেশের প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
এসময় সংবাদ সম্মেলনে করিডোর কমিটির আহবায়ক ড. নব কুমার দাস(ভারত) বলেন, রেল এবং সড়ক যোগাযোগের ক্ষেত্রে এই কমিটি দুই দেশের সম্পর্ক নিবিড় করতে এবং বন্ধন সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে। এই করিডোর হলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্য, কৃষি, শিল্প,সাংস্কৃতিক ও পর্যটনের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন ঘটবে।
এসময় তিনি আরো বলেন, এই কমিটি ২০১২ সাল থেকে করিডোরের দাবি নিয়ে দুই দেশের মধ্যে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই ২০২০সালে ১৭ই ডিসেম্বরে ভারত সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দিল্লিতে এই বিষয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ২০২১ সালের ২৬ ও ২৭ মার্চ মধ্যবর্তী সময়ে ভার্চুয়ালী বৈঠক করেন। বৈঠকগুলোতে করিডোর সংক্রান্ত বিস্তারিত রির্পোট তুলে ধরে আলোচনা করা হয়।।
তিনি বলেন, আগামী ৫ সেপ্টেম্বরে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের শীর্ষ এই বৈঠকে বিষয়টি উপস্থাপন হলে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা সম্ভব হবে এবং জোড়ালো পদক্ষেপ গ্রহণ করা যাবে। এজন্য গত ২৯ আগষ্ট আমাদের কমিটির এক প্রতিনিধি দল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ৩০ আগষ্ট রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় আমাদের সার্বিকভাবে সহযোগীতা করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। আমরা এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যোগাযোগ মন্ত্রী নিতিন গডকরি এবং রেলবোর্ডের চেয়ারম্যান ভিকে ত্রিপাটিকেও স্মারকলিপি দিয়েছি।
আগামী ৫ই সেপ্টেম্বর দিল্লীতে ভারত ও বাংলাদেশের দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে ভারতের বালুরঘাট হিলি ভায়া বাংলাদেশ মেঘালয় তুরা পর্যন্ত রেলওয়ে ও সড়ক নির্মাণের পদক্ষেপ গ্রহন করতে দাবি জানিয়েছে জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর করিডোর।
এসময় সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন করিডোর কমিটির সদস্য বঙ্গরতœ অমুল্য বিশ্বাস(ভারত),রুপক দত্ত(ভারত) দিনাজপুর প্রেসক্লারের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, সাংবাদিক জাহিদুল ইসলাম ও দিনাজপুর হাকিমপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে পথ-শিশুদের মাঝে খাবার বিতরণ

চিরিরবন্দরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

পীরগঞ্জে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে সচেতনতা মূলক সভা

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বীরগঞ্জে শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন

বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন

ভারতে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড-৪,৫২৯ জন

বীরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা তরনী কান্ত রায়

বীরগঞ্জে উদ্বোধনের অপেক্ষায় ৩৫০ ঘর, স্বপ্ন পুরণ হতে চলছে ভূমিহীন পরিবারগুলোর

জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির ইফতার ও আলোচনা