পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বল্প আয়ের মানুছের কাছে সরকার নির্ধারিত মূল্যে চাল ও আটা বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভা চত্ত¡রে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির। এ সময় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিয়াউল হক শাহ্, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকতা আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির জানান, সরকারি নির্ধারিত ৩০ টাকা কেজি দরে সপ্তাহে ৫দিন জন প্রতি সর্বোচ্চ ৫ কেজি করে চাল বিক্রয় করা হবে। পীরগঞ্জ পৌরসভা সহ ৫টি বিক্রয় কেন্দ্রে প্রতিদিন ১৬শ কেজি করে চাল ডিলারের মাধ্যমে বিক্রি করা হবে।