রবিবার , ১১ ডিসেম্বর ২০২২ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

অভিনব কায়দায় চা-পাতা ব্যবসার আড়ালে গাঁজা পরিবহনের সময় গাঁজাসহ একজন আটক

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ১১, ২০২২ ১:১৪ অপরাহ্ণ

অভিনব কায়দায় চা-পাতা ব্যবসার আড়ালে কুরিয়ারএকজনকে আটক করেছে র‌্যাব-১৩ দিনাজপুর।
আটক আসামীর বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে মাদক মামলা দায়ের করে আসামীকে থানায় হস্তান্তর করে।
গত শুক্রবার সন্ধার দিকে র‌্যাব-১৩ দিনাজপুরের সদস্যরা ওই গাজাঁসহ তাকে আটক করে।
আটক মোঃ মারুফ ওরফে পুতুল(৪৫), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দক্ষিন সুজালপুর, গ্রামের অধিবাসী।
র‌্যাব জানায়, র‌্যাব-১৩, রংপুর ব্যাটালিয়ন এবং ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, দিনাজপুর শহরের রেলওয়ে ষ্টেশন রোডের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা গ্রহন করে অন্যত্র বিক্রয়ের জন্য কুরিয়ার সার্ভিসের আশপাশ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবস্থান করতেছে। এসময় র‌্যাবের দলটি ৯ ডিসেম্বর দিনাজপুর পৌরসভার ষষ্ঠিতলা এলাকার রেলওয়ে স্টেশন সড়কের কুরিয়া সার্ভিসের মেইন গেইটের সামনে অভিযান পরিচালনা করে ২৪ কেজি গাঁজাসহ ওই মারুফ ওরফে পুতুলকে গাঁজাসহ আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কিছু দিন ধরে অতি গোপনে অভিনব কায়দায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অন্যান্য মালামালের সহিত তাদের সহযোগী সিন্ডিকেটের মাধ্যমে শ্রীমঙ্গল এলাকা হতে চা-পাতার বস্তায় অন্তরালে চা-পাতার সহিত অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে এসে স্থানীয় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।
র‌্যাব-১৩ দিনাজপুরের সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এর সত্যতা নিশ্চিত করেন।
সার্ভিসের মাধ্যমে আনা গাঁজা পরিবহনের সময় ২৪ কেজি গাঁজাসহ

সর্বশেষ - ঠাকুরগাঁও