মঙ্গলবার , ৩ অক্টোবর ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোট বর্জন করে লাভ নেই আমরা নির্বাচন করবো — হাফিজ উদ্দীন আহম্মেদ এম,পি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ৩, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গতকাল সোমবার (২ অক্টোবর) পৃথক পৃথক ৪টি পাকা রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দীন আহাম্মদ বলেন, বিএনপি নাকি তত্বাবধায় সরকার ছাড়া নির্বাচনে আসবে না। যদি বিএনপি নির্বাচনে না আসে তাহলে নির্বাচন হবে না, এমনটি ঠিক না। বিএনপি নির্বাচনে না এলে কি হবে, কিছুই হবে না। একটা দল যদি নির্বাচন না করে সেটি তাদের ব্যাপার। বাংলাদেশে ৭২টি রাজনৈতিক দল রয়েছে তাদের দিয়ে নির্বাচন হবে। তিনি বিএনপির সমালোচনা করে বলেন, তারা ২০১৪ সালে ভোটে এলো না, ২০১৮ সালের ভোটে এসে মাত্র ৭টি আসন পেলো। এখন আবার তত্বাবধায়ক সরকার ছাড়া ভোটে আসবে না। তারা না আসলেও ভোট হবে।

তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনে না এলেও ভোট বর্জন করা যাবে না। কারণ ভোট বর্জন করলে আপনার কাঙ্খিত জনপ্রতিনিধি নির্বাচিত হবে না। সে জন্য ভোট বর্জন করা যাবে না। প্রয়োজনে ভোট কেন্দ্রে গিয়ে না ভোট দিবেন তাও ভোট কেন্দ্রে যাবেন। তিনি আরো বলেন, নির্বাচন হবেই, নির্বাচন না হলে আবার ফখরুদ্দিন মঈনুদ্দিনের মত কেউ ক্ষমতায় আসবে। তখন কি হবে হাট ঘাট ভেঙ্গে দিবে ট্যাক্স নিবে। কিন্তু দেশে উন্নয়ন হবে না। কাজেই বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না, তা নিয়ে আপনাদের ভাবার দরকার নেই। আমরা নির্বাচনে যাবো এমাসেই প্রেসিডিয়াম সভার বৈঠক হবে সেখানে সিদ্ধান্ত হবে।
তিনি সাবেক দুই সংসদ সদস্যর সমালোচনা করে বলেন, ওয়ার্কাস পার্টির ও বিএনপির এমপি ছিলো তারা বিগত ৯ বছর ক্ষমতায় ছিল। কিন্তু তারা এ আসনের তেমন কোন উন্নয়ন করতে পারেনি। এ আসনের রাস্তা ঘাটসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ থেকে এলাকার মানুষ বঞ্চিত হয়েছে। পীরগঞ্জ-রাণীশংকৈলের দৃশ্যমান যতউন্নয়ন হয়েছে সব আমার করা। এবার উপ-নির্বাচনে মাত্র ৯ মাসের জন্য নির্বাচিত হয়েছি। এই ৯ মাসে ৯ বছরের উন্নয়ন করার চেষ্ঠা করছি। বিভিন্ন এলাকার রাস্তাঘাট পাকা করার জন্য ইতিমধ্যে টেন্ডার করেছি। এলাকার উন্নয়নে বরাদ্দ পাবো ১০ কোটি নিয়েছি ২৫ কোটি । তাই আগামীতে আরো উন্নয়ন করার লক্ষ্যে আমাকে পুনরায় ভোট দেওয়ার আহবান জানাচ্ছি।
ভিক্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, ভাইসচেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রকৌশলী মাঈনুল ইসলাম,উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম,যুগ্ন আহবায়ক আবু তাহের,প্রধান শিক্ষক ফেরদৌশ আলম মানিক, জাপা ইউনিয়ন সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন,ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বারি, ইউপি সদস্য শাহাদাৎ আলী, প্রমূখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কোরআনের পাখিরা একদিনের শিক্ষা সফরে স্বপ্নপূরীতে

আটোয়ারীতে মইনুল হত্যাকান্ডের বিচার চেয়ে সংবাদ সম্মেলন

আটোয়ারী থেকে অপহরণ হওয়া কিশোরী ঢাকা থেকে উদ্ধার! অপহরণকারী আটক

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় পিতা পুত্রের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে মহেন্দ্র গাড়ীর চাপায় পল্লীবিদ্যুৎ কর্মচারীর মৃত্যু !

শীতের আগমনে পীরগঞ্জে লেপ-তোষক বানানোর ধুম

আটোয়ারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মহড়া

বীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

দিনাজপুরে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপনে মানবন্ধন