বৃহস্পতিবার , ১৭ ডিসেম্বর ২০২০ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কম খরচে বেশি লাভের আশায় ভুট্টা চাষে ঝুঁকছে হরিপুরের কৃষকরা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ১৭, ২০২০ ১০:৩২ অপরাহ্ণ

 

মিজানুর রহমান, হরিপুর(ঠাকুরগাঁও)সংবাদদাতাঃ দেশের উত্তর জনপদের খাদ্য ভানর হিসেবেখ্যাত ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ব্যাপক ধান চাষের পাশাপাশি ভুট্টা চাষের উজ্জ্বল সম্ভবনা দেখা দিয়েছে। স্বল্প খরচে অধিক লাভ অল্প পরিশ্রমের কারণে চাষিরা এই ফসল চাষের দিকে ঝুঁকে পড়ছে। আবহাওয়া অনুকলে থাকায় চলতি রবি মৌসুমে বোরো ধানের পাশাপাশি দিগন্তজুড়ে ভুট্টা চাষের ডানা মেলছে। কৃষকরা ভালো বাজার দর পেলে এবার ভুট্টা চাষিদের মুখে হাসির ঝিলিক ফুটবে এমনটাই আশা করছেন স্থানীয় কৃষকরা। জেলার অন্যান্য উপজেলার চেয়ে হরিপুর উপজেলায় এবার ভুট্টা চাষের প্রায় শীর্ষ স্থান দখল করে নিয়েছে। হরিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের হিসাব মতে, মাত্র তিন/চার বছরে উপজেলায় প্রায় চার হাজার আটশত পঞ্চাশ হেক্টর ধানী জমিতে কৃষকরা ধান চাষ না করে চলতি রবিশস্য মৌসুমে ভুট্টা চাষ করছে। কৃষি বিভাগের নির্ধারিত লক্ষ্যমাত্রা ৪ হাজার ৮শ ৫০ হেক্টর হলেও মাঠ পর্যায়ে ভুট্টা চাষ হচ্ছে প্রায় ৫ হাজার হেক্টর জমিতে। ধান, পাট ও সবজির আবাদ করে কৃষকদের প্রতি মৌসুমে লোকসান হওয়ায় এবং বিগত বছরগুলোতে অনুকুল আবহাওয়া থাকায় ভুট্টার ভাল ফলন ও দাম আশানুরুপ পাওয়ায় এলাকার চাষিরা অন্যান্য ফসলের চেয়ে ভুট্টা চাষের দিকে প্রতি বছরই ঝুঁকে পড়ছেন।
উপজেলা আমগাঁও ইউনিয়নের লখড়া গ্রামের মো.আবু সাইম আলম,বুলবুলসহ একাধিক ভুট্টা চাষি বলেন, আমরা নিজের সব জমিতেই বোরো ধানের চাষ করতাম। কিন্তু ধানের জমি কিছুটা কমিয়ে ধীরে ধীরে ভুট্টা চাষের দিকে মনোযোগ দিচ্ছি। গত বছর ভুট্টা ওঠার সাথে সাথে আধাশুকনা ভুট্টা কাটা মাড়াই সময়ে উঠান থেকেই ভালো দামে বিক্রয় করেছি। বর্তমানে এলাকায় ভুট্টার আবাদ দিনদিন পাচ্ছে তাই বর্তমানে এই এলাকায় সরকারি ভাবে ভুট্টার বাজার দর বেধে দিলে চাষিরা নায্যমূল্য থেকে বঞ্চিত হবে না বলে তারা জানান। গত বছরগুলোতে চাষিদের উৎপাদিত অন্যান্য কৃষিজাত ফসলে লোকসান হওয়ার কারণে এলাকার চাষিরা কয়েক বছর ধরে ব্যাপক হারে ভুট্টার আবাদ করছে। এবারও ফলন ও দাম ভালো পেলে চাষিদের মুখে হাসির ঝিলিক ফুটবে। ভরা মৌসুমে প্রাকৃতিক কোনোরূপ দুর্যোগ দেখা দিলে অন্যান্য ফসলের যেমন ক্ষতি হয় ভুট্টার তেমন একটা ক্ষতি হয় না। প্রতি বিঘায় ৫৫ থেকে ৬০ মণ পর্যন্ত ভুট্টা উৎপাদন হয়। ধান চাষের পরেই এলাকায় কৃষি ফসলের পাশাপাশি ভুট্টা চাষের উজ্জ্বল সম্ভবনা দেখা দিয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নইমুল হুদা সরকার জানান, মাঠ পর্যায়ে চাষিদের ভুট্টা চাষের আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক পর্যায়ের চাষিদের চলতি রবিশস্য মৌসুমে উপজেলায় ২ হাজার ৪শ ৮০ জন কৃষককে আগাম জাতের ভুট্টা বীজ দিয়েছি। চাষযোগ্য জমিতে কৃষি বিভাগের পক্ষ থেকে উপযুক্ত পরামর্শ দেওয়ার ফলে সঠিক সময়ে বীজবপন করায় এবং নিবির পরিচর্চার কারণে এবার ভুট্টা চাষের উজ্জ্বল সম্ভবনা দেখা দিয়েছে।গাঁাাঁাঁাাাঁাাঁাঁাাঁাাঁাঁাাাঁাাঁাঁাঁাাঁাঁাাাঁাাঁাঁাাঁাাঁাঁাাাঁাাঁা

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শিক্ষাজীবন স্বাভাবিক করতে গুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে সরকার

ঠাকুরগাঁওয়ে রূপসী বাংলা ড্রিম সিটি লিমিটেড নামে প্রতিষ্ঠানটি প্লট ও ফ্লাট বিক্রির নামে প্রতারণা অভিযোগ উঠেছে

লকডাউন বাস্তবায়নে হরিপুর পুলিশের তৎপরতা

বাংলাবান্ধায় নবনির্মিত রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারি উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কাহারোলে ধানের খড় বিক্রির উদ্দেশ্যে এখন দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে

বোচাগঞ্জে জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা করেছে উপজেলা প্রশাসন

ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপ লাইন ভারতীয় সহকারী হাই কমিশনারের পার্বতীপুর রিসিপ্ট টার্মিনাল পরিদর্শন

বিভিন্ন জেলায় গাঁজা সরবরাহকারী  দিনাজপুরে আটক

বিভিন্ন জেলায় গাঁজা সরবরাহকারী দিনাজপুরে আটক

রাণীশংকৈলে যুব দিবস

আটোয়ারীতে আওয়ামীলীগের ধারাবাহিক কর্মসূচী অব্যাহত