শুক্রবার , ২ সেপ্টেম্বর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে লাইব্রেরি অটোমেশন ও ডিজিটাইজেশন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ২, ২০২২ ১২:০৯ পূর্বাহ্ণ

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) লাইব্রেরি অটোমেশন ও ডিজিটাইজেশন প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুটি ব্যাচে ৪ দিন করে মোট ৮ দিন উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে লাইব্রেরি ও সংশ্লিষ্ট বিভিন্ন শাখায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। আজ দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের কম্পিউটার ল্যাবে উক্ত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পোস্টগ্রাজুয়েট স্টাডিজ অনুষদের নবনিযুক্ত ডীন ও সাবেক ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, লাইব্রেরিয়ান প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস, সিএসই অনুষদের ডীন প্রফেসর মোঃ মেহেদী ইসলাম, সভাপতিত্ব করেন লাইব্রেরি অটোমেশন বাস্তবায়ন কমিটির আহবায়ক এবং পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক প্রফেসর ড. এ টি এম শফিকুল ইসলাম, সঞ্চালনা করেন ডেপুটি লাইব্রেরীয়ান মোঃ আব্দুর রউফ বিন আবেদিন।
এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পর্যায়ে আমরা অটোমেশন কার্যকর করতে চাই। ইতোমধ্যে পরীক্ষা সিস্টেম তথা পরীক্ষা নিয়ন্ত্রণ শাখা অটোমেশনের আওতায় এসেছে। লাইব্রেরি অটোমেশনের কাজও শেষ, সামনে এর সুফল পাবে শিক্ষার্থীরা। অন্যান্য প্রশাসনিক কার্যক্রমও অটোমেশনের আওতায় আসবে। ই-ফাইলিং এর উপর প্রশিক্ষণ ইতোমধ্যে শুরু হয়েছে। সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ ডিজিটাল হচ্ছে, তাই আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই। তিনি বলেন, লাইব্রেরি অটোমেশন হয়ে গেলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেক কমে যাবে। লাইব্রেরিতে কি কি বই আছে, কি কি বই নেই সেটি ঘরে বসেই স্মার্ট ফোনের মাধ্যমে শিক্ষার্থীরা চেক করতে পারবে। পাশাপাশি শিক্ষার্থীদের উন্নতমানের লাইব্রেরি কার্ড প্রদান করা হবে। তিনি আরও বলেন, যারা প্রশিক্ষণ নিচ্ছেন আপনাদের উপর অনেক বড় দায়িত্ব, আপনারা বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেবেন। পরিশেষে তিনি আয়োজক, প্রশিক্ষনার্থী ও রিসোর্স পার্সনদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
পঞ্চগড়ে বিএসএফের গুলিতে  গরু চোরাকারবারি গুলিবিদ্ধ

পঞ্চগড়ে বিএসএফের গুলিতে গরু চোরাকারবারি গুলিবিদ্ধ

রাজদেবোত্তর এস্টেটের পক্ষে হুইপ ইকবালুর রহিমকে দূর্গা পূজা উপলক্ষে সংবর্ধনা

জায়গা নিয়ে দ্বন্দ রাণীশংকৈলে শিক্ষক সমিতির মানববন্ধন

ঘোড়াঘাটে মাদকাসক্ত ছেলেকে  পুলিশে ধরিয়ে দিলেন বাবা

ঘোড়াঘাটে মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা

হরিপুরে সাজাপ্রাপ্ত মাদক সম্রাট মফিজুল আটক

রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তার উদ্বেগজনক: জাতিসংঘ

বীরগঞ্জে দুইদিনব্যাপী উদ্যোগক্তাদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

পিডিপি’র সাবেক প্রধান প্রকৌশলী জিয়া হার্ট ফাউন্ডেশনে রোগীর বিভিন্ন উপকরণ প্রদান

কাহারোলে দৈনিক ভোরের দর্পনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত