মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার শিবগঞ্জ এলাজায় প্রতিবন্ধীদের মাঝে ৫টি হুইল চেয়ার দান করেছে আব্রুয়ান ফাউন্ডেশন। ৮ জুলাই শুক্রবার শিবগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, হামিদুর রহমান, আব্রুয়ান ফাউন্ডেশনের প্রতিনিধি আসাদুজ্জামান বাবু প্রমুখ। হুইল চেয়ার পেলেন যারা লুৎফর রহমান (৪০), মোঃ দুলাল (৩০), পুষ্পিতা (৪), আবু নাঈম (১০), ও নুর নবী (৮)। এ নিয়ে আব্রুয়ান ফাউন্ডেশনের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে ১৮ টি হুইল চেয়ার দান করা হয়।