হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৫ দফা দাবীতে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত অফিসের কর্মকর্তা –কর্মচারীরা উপজেলা প্রশাসনিক ভবনের মূল ফটকে ব্যানার নিয়ে কর্ম বিরতি পালন করেন। কর্ম বিরতি চলাকালে অফিস থেকে সেবা প্রদান বন্ধ ছিল।
কর্ম বিরতি চলাকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল করিম বলেন, পদ আপগ্রেডেশন, সকল শূণ্য পদ পূরণ,প্রস্তাবিত নিয়োগবিধি ও জনবল কাঠামো বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে এ কর্মবিরতি পালন করা হচ্ছে। এ সময় অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।