দিনাজপুর শহরে স্কুলের ছাত্রীদের সাথে বাল্যবিবাহ রোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে দিনাজপুর শহরের মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের সাথে বাল্যবিবাহ, শিশু ও নারী নির্যাতন ও যৌতুক রোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময়ে প্রধান অতিথি বক্তব্য রাখেন দিনাজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো. মোর্শেদ আলী খান। এছাড়াও মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আলেয়া বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম, ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান।
এসময় ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শিরিন আক্তার এর উপস্থাপনায় মতবিনিময় সভায় অংশ নেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজর আব্দুল মালেকসহ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীরা।
এই মতবিনিময়ে বক্তাদের সাথে একমত পোষণ করে অংশগ্রহণকারী ছাত্রীরা ১৮ বছরের আগে বিয়ে না করার প্রত্যয় ব্যক্ত করেন।