বুধবার , ১৩ ডিসেম্বর ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে মাদকসহ কুখ্যাত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ১৩, ২০২৩ ৫:১২ অপরাহ্ণ

বিকাশ ঘোষ বীরগঞ্জ (দিনাজপুর) থেকে ; বীরগঞ্জে কুখ্যাত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করেছেন পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুরের বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মুজিবুর রহমানের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার এস আই মোঃ আনছারুল ইসলাম , এ এস আই মোঃ সারোয়ার জাহান, সেরনিয়াবাদ ও সঙ্গীয় ফোর্স সহ বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের অজুনাহার মহল্লার জনৈক মোবারক মিয়ার চাতাল সংলগ্ন কাঁচা রাস্তায় অজুনাহার আশ্রয় কেন্দ্রে র মোঃ মোজাম্মেল হক ওরফে তোজার, মোঃ আজাহার আলী ওরফে আজা গাঁজা বিক্রি করার সময় তাদের দেহ তল্লাশি করে মোঃ মোজাম্মেল হকের শাটের পকেট থেকে দুই শত গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন। বুধবার সকালে
দিনাজপুর আদালতে সোর্পদ করা হয়েছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মুজিবুর রহমান আমাদের প্রতিনিধি বিকাশ ঘোষ নিশ্চিত করে বলেন, তারা দীর্ঘ দিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিজ এলাকায় এবং পাশ্ববর্তী এলাকায় মাদক বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে মাদক সহ গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীদের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে। এব্যাপারে বীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে যাহার মামলা নম্বর ১১ তারিখ ১২/১২/২০২৩ ইং।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত