ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি কমিটি’র সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে, উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এতে অনান্যদেও মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার, উপজেলা সহকারী কমিশনার ভুমি শামীমা আক্তার জাহান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান,সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, থানার ওসি আশ্রাফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা ভুইয়া, সমাজসেবা কর্মকর্তা মো.আখতারুজ্জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল।
এসময় ইউপি চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, পরিবহন শ্রমিক, শিক্ষার্থী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পার্বতীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ৫ দফা দাবি পূরণে কর্মবিরতি
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি\ পার্বতীপুর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ সারাদেশের ন্যায় পার্বতীপুরেও কর্মবিরতি পালন করছে। এ কর্মবিরতি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলে আন্দোলনরত কর্মচারীরা জানান।
মঙ্গলবার কর্মচারীরা সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। এরপর থেকে তারা তাদের দৈনন্দিন অফিসিয়াল কাজকর্ম করেন। তাদের দাবি গুলো হলো-দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা (ডিআরআরও) পদে আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূণ্যপদ পূরণ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানা গেছে। পার্বতীপুর উপজেলার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিকুল ইসলাম, অফিস সহকারী রাসেল মন্টু, প্রকৌশলী দুলাল কুমার কুন্ডু, কার্যসহকারী মলয় কুমার রায় ও অফিস সহায়ক কণিকা রাণীসহ তারা এ কর্মসূচি পালন করেন।
ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি কমিটি’র সভা
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি কমিটি’র সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে, উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এতে অনান্যদেও মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরু ছামছুন্নাহার, উপজেলা সহকারী কমিশনার ভুমি শামীমা আক্তার জাহান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান,সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, থানার ওসি আশ্রাফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা ভুইয়া, সমাজসেবা কর্মকর্তা মো.আখতারুজ্জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল।
এসময় ইউপি চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, পরিবহন শ্রমিক, শিক্ষার্থী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পার্বতীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ৫ দফা দাবি পূরণে কর্মবিরতি
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি\ পার্বতীপুর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ সারাদেশের ন্যায় পার্বতীপুরেও কর্মবিরতি পালন করছে। এ কর্মবিরতি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে বলে আন্দোলনরত কর্মচারীরা জানান।
মঙ্গলবার কর্মচারীরা সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। এরপর থেকে তারা তাদের দৈনন্দিন অফিসিয়াল কাজকর্ম করেন। তাদের দাবি গুলো হলো-দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা (ডিআরআরও) পদে আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূণ্যপদ পূরণ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানা গেছে। পার্বতীপুর উপজেলার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিকুল ইসলাম, অফিস সহকারী রাসেল মন্টু, প্রকৌশলী দুলাল কুমার কুন্ডু, কার্যসহকারী মলয় কুমার রায় ও অফিস সহায়ক কণিকা রাণীসহ তারা এ কর্মসূচি পালন করেন।