পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি-পার্বতীপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন পুকুর, জলাশয়, জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবন ভূমি ও সমিতিভূক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। পোনা অবমুক্তের জন্য জলাভূমি ও পোনা সংগ্রহ কমিটি কর্তৃক নির্বাচিত ও অনুমোদিত জলাশয়ের সরকারি মৎস্য বীজ উৎপাদন কেন্দ্র উত্তর-পশ্চিম মৎস্য সম্প্রসারণ প্রকল্প (রাজস্ব) হ্যাচারি খামার থেকে সরবরাহ করা হয়েছে। পোনা মাছ অবমুক্ত করা হয়েছে উপজেলার যেসব স্থানে সেগুলো হচ্ছে উপজেলা চত্বর পুকুর, কয়লাখনির বিল অংশ, কয়লাখনি আবাসিক কলোনী পুকুর, মহিলা ডিগ্রী কলেজ পুকুর, নওদাপাড়া সিআইজি পুকুরসহ উপজেলার মোট ১৭টি স্থানে। এসবে প্রায় ৪শ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। জমির পরিমাণ ছিল প্রায় ৮.৬১ একর। পোনার প্রজাতি ও আকার রুই ৩৫ শতাংশ, মৃগেল ও কালবাউশ ৩৫ শতাংশ, কাতলা ৩০ শতাংশ। যার আকার ছিল প্রায় ৪ থেকে ৬ ইঞ্চি। পোনা অবমুক্তরন স্পটগুলোতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, ঢাকা মৎস্য ভবনের সহকারি পরিচালক ড. রাজু আহাম্মেদ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মুক্তাদির খান, পার্বতীপুর হ্যাচারি খামার ব্যবস্থাপন মূসা কলিমুল্লাহ্্, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সায়েম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন ও রুকসানা বারী রুকু।