সোমবার , ১৯ জুলাই ২০২১ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে অতি দরিদ্র আদিবাসী পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১৯, ২০২১ ৫:৫৩ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বীরগঞ্জে আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে অতি দরিদ্র আদিবাসী পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় আরডিআরএস বীরগঞ্জ কার্যালয়ে অতি দরিদ্র আদিবাসী পরিবারের মেধাবী ৫শিক্ষার্থীদের মাঝে প্রত্যেক শিক্ষার্থীকে ১২হাজার টাকা করে মোট ৬০হাজার টাকার চেক প্রদান করা হয়।
আরডিআরএস বাংলাদেশের দিনাজপুর রিজিওনের উর্দ্ধতন আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শাহাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ আব্দুল বারিক। পরে অতিথিবৃন্দ মেধাবী ৫শিক্ষার্থীর হাতে আনুষ্ঠানিক ভাবে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন।
এ সময় আরডিআরএস বাংলাদেশের বীরগঞ্জ এলাকা ব্যবস্থাপক মোঃ সোহরাওয়ার্দ্দী মিয়া, শাখা ব্যবস্থাপক মোঃ আবুল কাওসার, সাংবাদিক ও শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও