মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে মেসার্স কমলেশ ট্রেডার্সের পক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের হিরো মোটর সাইকেল শোরুমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির স্বত্ত¡াধিকারী ও পঞ্চগড় জেলা পরিষদের সদস্য কমলেশ চন্দ্র ঘোষ। এসময় সাংবাদিক মনোজ রায় হিরু, কমলেশ ট্রেডার্সের আরেক কর্ণধার মেজভাই গনেশ চন্দ্র ঘোষ, ছোটভাই হীরুরঞ্জন ঘোষ, ব্যবসায়ী পবিত্র দাস, বিপ্লব ঘোষ ও কমল ঘোষ সহ উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে রাধানগর ইউনিয়নে ওই দিন তিন শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম¦ল বিতরণ করা হয় এবং বাকী ইউনিয়নের বাসীন্দাদের মাঝে আরো দেড় হাজারের অধিক শীতবস্ত্র বিতরণের অপেক্ষায় রয়েছে। পঞ্চগড় জেলার বিজনেস আয়কন খ্যাত কমলেশ ট্রেডাসের্র মালিক বরাবরই এলাকার অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে এমন প্রতাশা সকলের। তিনি সবার শুভকামনা প্রত্যাশা করেছেন।