বিভিন্ন অভিযোগ ও দুই দফা দাবীতে অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া ৪র্থ দিনের মত কর্মবিরতি পালন করছেন দিনাজপুরের পল্লী-বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কার্যালয়ের সামনে বৃষ্টির মধ্যেও এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন এবং চুক্তি ভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করণের দাবী এসময় তুলে ধরেন তারা ।
সারাদেশের ন্যায় সোমবার থেকে একযোগে কর্মবিরতি পালন করছেন তারা।
দাবীসমূহের ব্যানার-ফেস্টুন হাতে দাড়িয়ে তাদেরকে নানা শ্লোগান দিতে দেখা যায়। দাবী আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
এসময় বক্তারা বলেন, দিনরাত ঝড়-বৃষ্টি উপেক্ষা করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিয়ে গ্রাহকদের ভোগান্তি কমাতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন তারা। কিন্তু পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর দ্বৈত নীতির কারণে ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা। একই সােেথ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের ওপর নির্যাতন-নিপীড়ন, শোষণ বন্ধের দাবী জানান। পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল সরবরাহে কারণে গ্রাহক ভোগান্তি হওয়ার কারণে তোপের মুখে পড়ছেন পল্লী বিদ্যুৎ সমিতি। মাঠ পর্যায়ে কাজ করা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা বছরের পর বছর কাজ করে যাচ্ছে, নির্দিষ্ট কোন কর্ম ঘন্টা ও পর্যাপ্ত লোকবল না থাকায় বিভিন্ন দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। এরপরও তাদের চুক্তিভিত্তিক রেখে ন্যায্য মূল্যায়ন করা হচ্ছে না। এ ধরনের নানা অভিযোগ ও দাবীর প্রেক্ষিতে দিনাজপুরের ৪ শতাধিক কর্মকর্তা-কর্মচারী আন্দোলন করে যাচ্ছেন।
এমন পরিস্থিতিতেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিয়ে গ্রাহকদের ভোগান্তি এড়াতে বিশেষ ব্যবস্থায় জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখেই কর্মবিরতির পালন করছেন তারা।
এসময় বক্তব্য রাখেন, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম আনোয়ার হোসেন, সদর দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার আব্দুল আলিম, চিরিরবন্দর জোনাল অফিসের বিলিং সুপারভাইজার জাহানারা বেগম প্রমুখ।