ঠাকুরগাঁও: বাংলাদেশ ছাত্রলীগ ঠাকুরগাঁও জেলা শাখা কমিটি বিলুপ্তর ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।
শুক্রবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদউত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ ঠাকুরগাঁও জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সেই সাথে ঠাকুরগাঁও জেলা শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সেলে সরাসরি অথবা ডাকযোগে জীবনবৃত্তান্ত জমা দেয়ার কথা বলা হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তিটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই লিখেছেন, সৎ, যোগ্য ও শিক্ষিত মানুষরাই ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নেতৃত্বে আসবে বলে তারা আশা ব্যক্ত করেছেন।
এরই মধ্যে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে দৌঁড়ঝাপ শুরু করেছেন অনেকেই।
সদ্য বিলুপ্ত ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক বলেন, আগামীতে জেলা ছাত্রলীগের নতুন নেতৃত্বে যারা আসবে তাদের জন্য অগ্রীম শুভকামনা জানাচ্ছি।
২০১৫ সালের ১৯ জুলাই ১ বছর মেয়াদী সভাপতি পদে মাহাবুব হোসেন রনি, সাধারণ সম্পাদক পদে সানোয়ার পারভেজ পুলকসহ কয়েকজনের আংশিক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এরপর ২০১৬ সালের ১০ মে জেলা ছাত্রলীগের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।