বৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দেবীগঞ্জে সফল পোনা চাষী স্কুল শিক্ষক চিনু মাস্টার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ২৭, ২০২৪ ৬:১৫ অপরাহ্ণ

পঞ্চগড় ও দেবীগঞ্জ প্রতিনিধি\ দিন দিন চাহিদা বাড়লেও মাছের উৎপাদন কমছে উত্তরের জেলা পঞ্চগড়ে। বিভিন্ন জেলা থেকে মাছ এসে এখানকার চাহিদা পূরণ করতে হয়। জেলার মাটি অপেক্ষাকৃত উঁচু এবং বেলে দোআঁশ হওয়ায় পানির ধারণ ক্ষমতা বেশ কম। এ কারণে শুস্ক মৌসূম শুরু হওয়ার পরই পানি শুন্য হয়ে পড়ে খাল-বিলের পানি। সরকারি ও বেসরকারিভাবে চেষ্টা চলছে জেলায় মাছের উৎপাদন বাড়ানোর। এরই মধ্যে নানা প্রতিকুলতা পেরিয়ে জেলার দেবীগঞ্জে বেড়েছে মাছের উৎপাদন। সেই সাথে বেড়েছে পোনা মাছের উৎপাদন ও সরবরাহ। অল্প সময়ে লাভ বেশি হওয়ায় অনেকেই বড় মাছ চাষ না করে পোনা মাছ চাষ শুরু করেছেন। এমন একজন পোনা মাছ চাষী হচ্ছেন উপজেলার সোনাহার ইউনিয়নের সোনাহার গ্রামের স্কুল শিক্ষক অশোক কুমার রায় (চিনু মাস্টার)। তিনি স্থানীয় সোনাহার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হলেও এলাকায় মাছের পোনা চাষী হিসেবে অধিক পরিচিত।
অশোক কুমার রায় জানান, গত বছরের শুরুতে বেসরকারি উন্নয়ন সংস্থা শার্প’র মৎস্য কর্মকর্তা রবিউল আলমের পরামর্শ ও সহযোগিতায় মাছের পোনা চাষ শুরু করি। প্রথম বছরে দেড় কেজি কার্প জাতীয় মিশ্র মাছের রেনু মজুদ করে প্রায় ২০ মন বিভিন্ন আকারের পোনা মাছ বিক্রি করি। সব মিলিয়ে ৪-৫ লাখ টাকা খরচ করে বিক্রয় করি ১৩-১৪ লাখ টাকার পোনা মাছ। চলতি মৌসূমে আমার মাছের খামারে ৪০-৪৫ মন পোনা মাছ মজুদ রয়েছে। যার বাজার মূল্য প্রায় ২৮ থেকে ৩৫ লক্ষ টাকা। অশোক কুমার রায়ের বিদ্যালয়ের দুই শিক্ষক আব্দুর রাজ্জাক এবং মমিনুল ইসলাম বলেন, পোনা বৃদ্ধি ভালো হওয়ায় কারণে আমরাও ওনার কাছ হতে পোনা মাছ ক্রয় করে মাছ চাষে জন্য পুকুরে পোনা মজুদ করেছি। আসলে অল্প সময়ে বেশি লাভের জন্য মাছের পোনা চাষ করাই উত্তম। সেলফ-হেল্প অ্যান্ড রিহেবিলিটেশন প্রোগ্রামের (শার্প)’র মৎস্য কর্মকর্তা রবিউল আলম জানান, শার্প ২০১৩-১৪ অর্থ বছর থেকে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় সমন্বিত কৃষি ইউনিটের (মৎস্য খাত) তত্ত¡াবধানে বিভিন্ন শাখায় কারিগরি ও ঋণ সহায়তার মাধ্যমে মাছ চাষের টেকসই বিভিন্ন যুক্তির সম্প্রসারণ করে আসছি। অশোক কুমার রায় একজন শিক্ষক হওয়া সত্তে¡ও এলাকায় একজন সফল পোনা চাষী হিসেবে পরিচিত।
দেবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন বলেন, এই উপজেলায় বিভিন্ন মৌসুমী পুকুরে মাছের পোনা চাষ করার বিষয়ে পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে। এ কারণে উপজেলায় আগের তুলনায় মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি শার্পসহ বিভিন্ন এনজিওর সহায়তায় পোনা মাছ চাষ করে অনেকে স্বাবলম্বী হয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে বিদ্যালয়ে মাদকসেবন, ৪ মাদকসেবীর জরিমানাসহ বিনাশ্রম কারাদন্ড

পীরগঞ্জ ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

বীরগঞ্জ পৌরবাজারে দোকান ঘরের জমি নিয়ে বিরোধে মারপিটের অভিযোগ

রাণীশংকৈলে ৩৫১ গৃহহীন পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করতে সরকার অবকাঠামোর উন্নয়ন করছে-মাহমুদ আলী এমপি

পঞ্চগড়ে মাদ্রাসা শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা

কাহারোলে কুয়াশা ও ঠান্ডা থেকে বীজতলা রক্ষায় পলিথিনের ব্যবহার বৃদ্ধি পেয়েছে

রাণীশংকৈলে আ’লীগের ঘরে ৮প্রার্থী ৫জন বহিস্কার একজন নৌকায় সমর্থন

বাজার নিয়ন্ত্রণে বেড়েছে কাঁচামরিচ আমদানি

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হলো শেখ হাসিনার মুল লক্ষ্য —–দিনাজপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি