পঞ্চগড় প্রতিনিধি\ একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠোন্নতির নিমিত্তে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কলেজের গ্রন্থাগার হলরুমে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান। কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগি অধ্যাপক মো. মাহবুব আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. নাজমুল হুদা এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের সহযোগি অধ্যাপক মো. আব্দুর রশীদ। সমাবেশে কলেজের শিক্ষকরা ছাড়াও অভিভাবকদের মধ্য থেকে অনেকে তার সুচিন্তিত মতামত তুলে ধরে বক্তব্য দেন। অভিভাবক সমাবেশে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান তার বক্তব্যে বলেন, করোনার কারণে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতির হার অনেক কমে গেছে। শিক্ষক সংকটের মধ্যেও আমরা চেষ্টা করছি নিয়মিত পাঠদানের। বিশেষ করে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠোন্নতির জন্য অভিভাবকদের নিয়মিত তাদের সন্তানদের কলেজে পাঠানোর অনুরোধ জানান তিনি।