বুধবার , ২১ জুন ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে রথযাত্রা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা সারাবিশে^র অসাম্প্রদায়িকতা ও মানবতার সেতু বন্ধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ২১, ২০২৩ ৯:২৬ পূর্বাহ্ণ

দিনাজপুর জজ কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শ্যাম সুন্দর রায় বলেছেন, শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা ছিল সারা বিশে^ার অসাম্প্রদায়িকতা ও মানবতার সেতু বন্ধন। শ্রী কৃষ্ণের আরেক রূপ হলো শ্রী শ্রী জনন্নাথদেব। যিনি মানুষের কল্যাণে সমস্ত অপশক্তির অন্ধকার দূর করে আলোর পথ দেখিয়েছিলেন। আসুন আমরা শ্রী শ্রী জগন্নাথদেবের আদর্শে এবং ঈশ^র প্রেমে দীক্ষিত হই।
২০ জুন মঙ্গলবার শহরের রাজবাটি গুঞ্জাবাড়ি শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির হতে আন্তজার্তিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইস্কন) এর আয়োজনে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা-২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও রথযাত্রা উপৎসবের উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। ইস্কন দিনাজপুর মন্দির উন্নয়ন কমিটির সভাপতি শ্রী যুক্ত বিশ^ম্ভর দয়াময় দাস এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাবিপ্রবি দিনাজপুরের ফসল শরীরতত্ত¡ ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. শ্রীপতি সিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনিচুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আবদুল্লাহ আল মাসুম, উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার ও দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, বাংলাদেশ আওয়ামীলীগ পৌর শাখার সভাপতি এ্যাডঃ এসএম শামীম আলম সরকার বাবু। স্বাগত বক্তব্য রাখেন গুঞ্জাবাড়ী শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ শ্রী মান বিক্রমী রাম দাস। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন জুবলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বুনু বিশ^াস। ‘জয় জয়ন্নাথও’ শ্লোগানে শ্রী শ্রী জগন্নাথ ঠাকুরের রথযাত্রার রশি টানার জন্য শহরের প্রধান প্রধান সড়কে হিন্দু সম্প্রদায়ের শত শত নর-নারী উলুধ্বনী, পূজা-অর্চনা, ঢাক-ঢোল এর শব্দে তীর্থ ভ‚মিতে পরিণত হয়েছিল।
উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব আজ মঙ্গলবার। প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। একইভাবে আগামী ২৮জুন “উল্টোরথযাত্রা” শহর প্রদক্ষিন করবে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহপেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। রথযাত্রায় শহর ও গ্রামাঞ্চল থেকে প্রচুর ভক্ত-পূণ্যার্থীর সমাগম হয়। সুষ্ঠুভাবে ও শান্তিশৃংখলার সাথে রথযাত্রা সম্পন্নের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়। রথযাত্রা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী প্রভু জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার ওসমানপুর সার্বজনীন দুর্গা মন্দিরে প্রভু জগন্নাথের রথযাত্রার রশি স্পর্শের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ পার্থ জ্বীময় সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, সাধারণ সম্পাদক রিপন চন্দ্র সরকার, সাংস্কৃতিক সম্পাদক ডাঃ গোপাল সরকার, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার, ওসমানপুর সার্বজনীন মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণুপদ সরকার প্রমুখ। পরে মন্দির প্রাঙ্গন রথযাত্রা থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঘোড়াঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক সুধীর মন্ডল এর বাড়ির মন্দিরে রাখা হয়। এ রথযাত্রায় উপজেলা সহ বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বীদের হাজার হাজার নারী-পুরুষ পাপ মোচনের জন্য তাদের বিশ্বাস মতে প্রভু জগন্নাথের রশি স্পর্শ করেন। আগামী ২৮ জুন পুনরায় উল্টো রথযাত্রা বের হবে।
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু বলেন, মানবদেহ জগন্নাথের রথ ২০৬টি কাঠ দিয়ে তৈরি যা নরদেহের ২০৬টি হাড়ের অনুরুপ। রথের রশি হলো মন বুদ্ধি রথের স্বয়ং ঈশ্বর। ঈশ্বর নিজের ইচ্ছায় এই শরীর কে চালিত করেন। মানুষের ইচ্ছায় কিছুই হয় না, সব ঈশ্বরের ইচ্ছায় হয়ে থাকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে নেপিয়ার ঘাস চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

বীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের জায়গা পরিদর্শন

ঠাকুরগাঁওয়ে হরিপুরে আশ্রয়ণ প্রকল্পের ৩২ ঘরের মধ্যে ২৬টি তালাবদ্ধ

ঠাকুরগাঁওয়ে গরমে বেড়েছে তালশাঁসের কদর !

ইন্দোনেশিয়ার ৫৯ আরোহী নিয়ে প্লেন নিখোঁজ

ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে অর্থ আত্মসাৎ, চক্রের তিনজন রিমান্ডে

রাণীশংকৈলে হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

একটু উষ্ণতা ও স্বস্থি দিতে অসহায় শীতার্তদের কাছে শীতবস্ত্র পৌছে দিল র‌্যাব

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে ঐতিহাসিক ৭মার্চ দিবস পালিত

রাণীশংকৈলে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ ও মানববন্ধন