রবিবার , ২ অক্টোবর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ইজি ফ্যাশনের শাখা উদ্বোধন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কের

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ২, ২০২২ ১০:৫৮ অপরাহ্ণ

ইজি ফ্যাশন এর ৬৬তম শাখা দিনাজপুরে উদ্বোধন করলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ফিতা কেটে দিনাজপুর শাখার উদ্বোধন করেন তিনি। এছাড়াও দোয়া-মাহফিলে বিশেষ মোনাজাতে ইজি ফ্যাশনের সমৃদ্ধির জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
রবিবার বাদ আসর দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র লিলি মোড়ের এ জি মোল্লা টাওয়ারে এই ইজি ফ্যাশনের ৬৬তম শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ইজি ফ্যাশন লিমিটেড এর চেয়ারম্যান আছাদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
এসময় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, ব্যবসায়ী নেতা মো. জহির খাঁন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মঞ্জুরুল হক, সাংবাদিক শহীদ শাহরিয়ার মাহবুব হীরু, এজি মোল্লা টাওয়ারের স্বত্ত¡াধিকারী এনাম উল্লাহ জ্যামী ও রায়হান শরীফ বাপ্পী। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইজি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক ইহাদ চৌধুরী প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত