রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ রাণীশংকৈল পৌর শহরে ডিলারের মাধ্যমে ২৫জুলাই রবিবার সকাল ১১টায় পৌর মেয়র মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে ওএমএসের চাল ও আটা বিক্রির কার্যক্রম শুরু হয়। ডিলার মোকসেদ জানাযায় প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বন্দর বাজার, কলেজ বাজার, শিবদীঘি কাঁচামাল বাজার ওএমএসের চাল ও আটা বিক্রয় করা হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও সুবিধা ভোগী ব্যক্তিরা জানায় অন্তিম সময়ে সে সহযোগীতা আমারা পেয়েছি এটি আমাদের কাছে অনেক আনন্দের। উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক বলেন-করোনা সংক্রমণের কারণে খাদ্যসংকটে পড়া মানুষকে স্বল্প ম‚ল্যে চাল সহজে কিনতে পারছে কোন রকম ঝামেলা ছাড়াই। দেশেই দরিদ্র মানুষদের বিনা ম‚ল্যে খাদ্যসহায়তা দেওয়ার পাশাপাশি নগদ অর্থও দেওয়া হচ্ছে। তাছাড়াও সরকারিভাবে কিছু মৌলিক বা গুরুত্বপ‚র্ণ খাবার সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। কুলিক পাড়ার ফিরোজা বেগম বলেন- কমদামে চাল ও আটা কিননু বাকী টাকা দিয়ে মুই পান-গুইয়া কিনিম সরকারটা ভালোই।