মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি ঃ
হিমালয়ের পাদদেশে অবস্থিত শীতের তীব্রতায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ছিন্নমূল খেটে খাওয়া মানুষদের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। কৃষিপ্রধান এই উপজেলার বেশিরভাগ মানুষ হাড়ভাঙ্গা দিনরাত পরিশ্রম করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। শীত মৌসুমে বরাবরের নেয় এবারো এই এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন থাকার রেকর্ড রয়েছে। চলমান মৃদু শৈত্যপ্রবাহের ফলে উপজেলার খেটে খাওয়া মানুষ তাদের জীবিকা নির্বাহে একটু উষ্ণতা পাওয়ার জন্য আগুনের সাহায্য নিতে বাধ্য হচ্ছে। পাশাপাশি চরম বিপাকে পড়েছে স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরাও। শীতের তীব্রতা নিবারণে ইতিমধ্যে সরকারী এবং বেসরকারী ভাবে এলাকার খেটে খাওয়া মানুষদের হাতে কিছুসংখ্যক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রায় দুই লক্ষের বেশী মানুষের বসবাসের এই উপজেলায় যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। শীত প্রসঙ্গে উপজেলা নির্বাহি অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম বলেন, উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যে তিন হাজার কম্বল বিতরণ করা হয়েছে এবং আরো দুই হাজার কম্বল বিতরণের অপেক্ষায় রয়েছে। এছাড়াও ব্যক্তিগত ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে প্রায় দুই হাজার কম্বল দেয়া হয়েছে। যেহেতু শীতের তীব্রতা দিন দিন বাড়ছে সেহেতু চলমান শীত সংকট কাটিয়ে ওঠতে দেশের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ প্রতিনিধির মাধ্যমে এলাকার ছিন্নমূল মানুষেরা সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ ব্যক্ত করেছেন।