রোববার দিনাজপুর শহরের উপশহর এলাকায় কনফেয়ার সিটি এর কনফারেন্স রুমে মেহেরুন নেছা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
উক্ত শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩২ মহিলা আসন-৩২ এর সংসদ সদস্য জাকিয়া তাবাস্সুম জুঁই। এমএনডিএফ দিনাজপুর এর চীফ কনসালটেন্ট ও বিশিষ্ট সমাজসেবক বেগম মেহেরুন নেছা ছবি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও লেখিকা দৈনিক উত্তরবাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক জিনাত রহমান।
এমএনডিএফ-এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এসইউ পিকে’র নির্বাহী পরিচালক মোজাফফর হোসেন, সোসাইটি ফর উদ্দোগ এর নির্বাহী পরিচালক উম্মে নেহার, দিনাজপুর মহিলা সমিতির সভাপতি নাসিমা চৌধুরী, দিনাজপুর গর্ভঃ গার্লস হাই স্কুল এন্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি মালেকা পারভীন, কোষাধ্যক্ষ শিরীন আক্তার পারভীন, কনফিয়ার সিটির এমডি আব্দুর রশিদ, পরিচালক মাহবুব আল আজিজ প্রমূখ। উক্ত অনুষ্ঠানে প্রাক-প্রাথমিক এর ৩০ জন শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।