বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে আট বছর বয়সী আদিল নামের এক শিশুকিশোর মৃত্যুদেহ উদ্ধার করেছেন বীরগঞ্জ থানা পুলিশ। বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ীতে ঘটনাটি ঘটেছে। নিহত আদিল আহনাফ (৮) বগুড়া জেলার কোতোয়ালীর দক্ষিণপাড়া গ্রামের কামরুজ্জামানের ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ীর নানা বাড়িতে বেড়াতে এসে গতকাল বিকেল থেকে একটি দাম স্মার্ট মোবাইল ফোন নিয়ে নিখোঁজ হন আদিল আহনাফ। পরিবারের লোকজন তাকে অনেক খুঁজাখুঁজি করে না পেয়ে বীরগঞ্জ থানা একটি অভিযোগ দায়ের করেন। শনিবার বিকেলে নানা বাড়ীর পার্শ্ববর্তী ধান ক্ষেতে শিশুটির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বীরগঞ্জ থানা পুলিশ কে সংবাদ দেওয়া হয়। সংবাদ পেয়ে আদিল আহনাফ এর লাশ উদ্ধার করেছেন বীরগঞ্জ থানা পুলিশ। এব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুকিশোর লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। পোস্ট মেডাম এর রির্পোট পাওয়ার পর মৃত্যু কারণ জানা যাবে।