শনিবার , ২২ অক্টোবর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে এক পরিবারের বিরুদ্ধে গ্রামবাসীর মানবন্ধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ২২, ২০২২ ১০:০৯ অপরাহ্ণ

দিনাজপুরের বিরল উপজেলার মোকলেসপুরে এক পরিবারের উচ্ছৃঙ্খল আচরণে অতিষ্ট গ্রামবাসী। থানায় মিথ্যা অভিযোগ দেয়ার পাশাপাশি বিভিন্ন ষড়যন্ত্রে জড়িয়ে করা হচ্ছে হয়রানি এমন অভিযোগে মানববন্ধন করেছেন তারা।
গতকাল দুপুরে মোকলেসপুর হাই স্কুলের রাস্তায় নারী-পুরুষসহ ৫ শতাধিক গ্রামবাসী এতে অংশ নেয়।
বক্তারা বলেন, অভিযুক্ত পরিবারটি দীর্ঘ থেকেই প্রতিবেশীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে। এমনকি নিজ বাড়ির গেটের ঢালাই, সরকারি রাস্তায় বাড়িয়ে জনসাধারণ ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। প্রতিবাদ করায় প্রতিবেশী শানুকে মামলায় ফাঁসানোর জন্য নিজ খড়ের স্তুপে আগুন লাগানোর অভিযোগ দিয়েছে।
স্থানীয় সন্ত্রাসী বাহিনীর ভয় দেখিয়ে গ্রামবাসীকে কোনঠাঁসা করে রাখারও অভিযোগ তুলেছেন মানবন্ধনে অংশ নেয়া মকছেদ আলী, রেজাউল ইসলামসহ অনেকে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীসহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করে এলাকায় শান্তিপুর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আবেদন জানান মানববন্ধনকারীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত