মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক হুমায়ুন কবীর

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
সেপ্টেম্বর ১২, ২০২৩ ৮:১৪ অপরাহ্ণ

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় দিনাজপুর সোনাপীর গোরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের দিনাজপুর জেলা প্রতিনিধি এবং অল্প স্বল্প বিনোদন ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক হুমায়ুন কবীর।
মরহুম হুমায়ুন কবীরকে গতকাল মঙ্গলবার দুপুর ১টায় দিনাজপুর একাডেমী স্কুল মাঠে জানাযার জন্য আনা হলে দিনাজপুরের সর্বস্তরের সাংবাদিক, কলামিষ্ট, লেখক, রাজনীতিবীদ, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে এক শোকের ছায়া নেমে আসে। সবার মুখে মুখে ছিল হাস্যোজ্জ্বল ও মিষ্টভাসি হুমায়ুন কবীরের চির বিদায় দিনাজপুরের জন্য শুন্যতা পুরন হবার নয়। দুপুর ২টায় জানাযা শেষে সোনাপীর গোরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।
জানাযা ও দাফন কাজে অংশগ্রহন করেন বাংলাদেশ ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, দিনাজপুর পৌর সভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল, জেলা বিএনপির সহ-সভাপতি মোকারম হোসেন, সাধারন সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর জেলা জাপার সাধারন সম্পাদক আহমেদ শফি রুবেল, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম আর্টিষ্ট, সাধারন সম্পাদক শাহীন হোসেন, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোছাদ্দেক হোসেন পাপ্পু চৌধুরী, পরিচালক মোঃ শামীম কবির, জেলা জাসদের সভাপতি এ্যাড. লিয়াকত আলী, সিপিবির দিনাজপুর জেলার সভাপতি এ্যাড. মেহেরুল ইসলাম, বিএনপি নেতা আলহাজ্ব সাদিক রিযাজ চৌধুরী পিনাক, জেলা জাতীয পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজসহ দিনাজপুরের সর্বস্তরের সাংবাদিক, কলামিষ্ট, লেখক, রাজনীতিবীদ, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। জানাযার পুর্বে তার ৩ পুত্র সন্তান পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেন।
উল্লেখ,১১ সেপ্টেম্বর সোমবার ঢাকা থেকে দিনাজপুরে আনার পথে ফুড ভিলেজ নামক স্থানে হুমায়ুন কবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ও ৩ পুত্র সন্তান রেখে গেছেন। লিভার সিরোসিস-এ আক্রান্ত হয়ে প্রায় দেড় মাস ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। ১৩ সেপ্টেম্বর বুধবার মরহুম হুমায়ূন কবীরের আত্মার মাগফেরাত কামনায় বাদ আছর শহরের চুড়িপট্টি জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। একই সময় পার্শ্ববর্তী সম্প্রীতি কমিউনিটি সেন্টারে মহিলাদের জন্য মিলাদ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের’ ভূমিকা শীর্ষক কর্মশালা

বীরগঞ্জে দিনব্যাপী উদ্যোক্তা ও কৃষক সমন্বয় প্রশিক্ষণ

বীরগঞ্জে দিনব্যাপী উদ্যোক্তা ও কৃষক সমন্বয় প্রশিক্ষণ

পীরগঞ্জ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রশিক্ষণের মাধ্যমে মানুষের কর্মদক্ষতা বৃদ্ধি পায়: হাবিপ্রবি ভাইস-চ্যান্সেলর

আসন্ন শারদীয় দুর্গোৎসব উদ্যাপন  উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা

আসন্ন শারদীয় দুর্গোৎসব উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের উদ্ভোধন

পঞ্চগড়ে সন্ত্রাসী হামলায় বাড়িঘর ভাংচুর, লুটপাট জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

খানসামা থানা পরিদর্শনে পুলিশ সুপার

উদ্যাক্তা শিমুলের তৈরিকৃত টাইলস ছড়িয়ে যাচ্ছে সারাদেশে