বুধবার , ২৬ অক্টোবর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রমিকদের ঘাম ঝড়া শ্রমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটছে —দিনাজপুরে সাবেক মন্ত্রী শাজাহান খাঁন এমপি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ২৬, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি \
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শাজাহান খাঁন এমপি শ্রমিকরা রাষ্ট্রের উন্নয়নের চালিকাশক্তি উল্লেখ করে বলেন, শ্রমিক আছেই বলে চাক্কা ঘুরছে। শ্রমিকদের ঘাম ঝড়া শ্রমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটছে। অথচ বিএনপি ক্ষমতায় থাকাকালিন নির্যাতন, নিপীরন করে শ্রমিকদের সর্বশান্ত করেছে। এমনকি ক্রস ফায়ারে হত্যা করা হয়েছিল শ্রমিক নেতাদের। শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ওসমান আলী ও হাজী ইয়াকুবসহ শ্রমিকদের গ্রেফতার করে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছিল। কিন্তু আওয়ামীলীগ ক্ষমতায় আশার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে চালিকা শক্তি শ্রমিকদের সম্মান করে সকল ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন। তিনি গার্মেন্টস শ্রমিক, চা শ্রমিক, মটর ও ট্রাক শ্রমিকসহ সকল শ্রমিকের বেতন ভাতা ও নিয়োগ পত্র প্রদানের জন্য শ্রম অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন। শ্রমিকদের পক্ষে আজ শ্রম অধিদপ্তর কাজ করছে।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, দেশের অর্থনৈতিক পরিচালনাকারী শ্রমিক ও মালিকদের ১০০০বাস- ট্রাক পুড়িয়ে দেয়া হলো। ৩০০০ হাজার ভাংচুর করা হয়েছিল। শ্রমিককে হত্যা করা হয়েছে। অনেক শ্রমিক এখনো পঙ্গু হয়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব মালিক শ্রমিকদের ১০০ কোটি টাকা অনুদান দিয়েছেন।
জয় বাংলা শ্লোগানকে বিএনপি বিদায় করে দিয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেন জয় বাংলা ধ্বনি বাংলার মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত। তাই জয় বাংলা আজ মানুষের হৃদয়ে রয়েছে।
বুধবার দিনাজপুর বন্ধন কমিউনিটি সেন্টারে দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ২৫তম ত্রি-বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শাজাহান খাঁন এমপি।

বিশেষ অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ভয়াবহ করোনার কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের জীবন বাচাতে রোগ প্রতিরোধ করার জন্য প্রত্যেক শ্রমিক তাদের বাবা-মা ও সন্তানদের করোনা টিকা বিনামুল্যে দিয়েছে। প্রথম ডোজ ৩০০০, ২য় ডোজ ৬০০০ টাকা ও ৩য় ডোজ ১০ হাজার টাকা। শ্রমিকদের সন্তানদের বিনা পয়সায় পড়ালেখা করার জন্য ৩য় থেকে দশম শ্রেনী পর্যন্ত বিনামুল্যে বই দিয়েছে, পড়ালেখা ফ্রি করে দিয়েছে। তিনি ২০৪১ সালের মধ্যে জ্ঞান ও প্রযুক্তি নির্ভর একটি বাংলাদেশ গড়ার জন্য শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করার আহবান জানিয়ে বলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকবে, সুখে থাকবে।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ওসমান আলী।
দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ সাদাকাতুল বারীর সঞ্চালনে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দীন, দিনাজপুর আঞ্চলিক শ্রমদপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল বাসার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, বিআরটিএর সহকারি পরিচালক কাফিউল হাসান মৃধা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশর রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ফজলে রাব্বী, সাধারন সম্পাদক এম এ মজিদ, গাইবান্দা জেলা ট্রাক ও ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম, গাইবান্ধা ট্রাক ও ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আফজাল হোসেন, জয়পুরহাট ট্রাক ও ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশারফ হোসেন, নীলফামারী জেলা ট্রাক ও ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রনজিৎ কুমার রায়, শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাদক এনাম উল্লাহ জেমী, জেলা ট্রাক ও ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক মানিকুল ইসলাম ও সাবেক সহ-সাধারন সম্পাদক ইরফান আলী প্রমুখ।
এ ছাড়াও দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শেষে ২৪জন মৃত শ্রমিক পরিবারের মাঝে ১৩ লাখ ২০ হাজার টাকা, ১০০ শ্রমিকদের মেয়ের বিয়ের জন্য ২১ লাখ টাকা ও ৪ জন পঙ্গু শ্রমিককে ২ লাখ ২০ হাজার টাকার চেক বিতরন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

গৃহবধুর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হরিপুরে ভাম্যমাণ আদালতে দশ হাজার টাকা জরিমানা

বীরগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ফুলেল শুভেচ্ছা

পীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্টী পরিবারে প্রানিসম্পদের উদ্যগে বকনা বিতরন

রাণীশংকৈলে পুষনা উৎসব

পীরগঞ্জ রেল স্টেশন থেকে সোহেল নামে এক শিশু পাওয়া গেছে

হরিপুরে সময়ের আগেই স্কুল ছুটির ঘটনায় প্রধান শিক্ষককে শোকজ

দিনাজপুরে সুশীল সমাজের নেতৃবৃন্দদের নিয়ে আমরা একাত্তর এর উদ্যোগে “৭১-এর মুক্তিযুদ্ধ ও গৌরবের বাংলাদেশ” শীর্ষক মত বিনিময় সভা

দিনাজপুরে সুশীল সমাজের নেতৃবৃন্দদের নিয়ে আমরা একাত্তর এর উদ্যোগে “৭১-এর মুক্তিযুদ্ধ ও গৌরবের বাংলাদেশ” শীর্ষক মত বিনিময় সভা