শনিবার , ১৫ জুন ২০২৪ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১৪ জুন “বিশ্ব রক্ত দাতা দিবস” মুমূর্ষ রোগীর জীবন বাঁচাতে ও হাসি ফুটাতে পারে রক্তযোদ্ধারা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ১৫, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ

মানুষের মূমুর্ষ মূহুর্তে প্রয়োজনীয় রক্তের অভাবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে একজন রক্তযোদ্ধাই পারে জীবনের আলো দিতে। কোন স্বার্থ ছাড়াই জীবন বাঁচাতে ও হাসি ফুটাতে নি:স্বার্থ উপহার রক্তদান। প্রাপ্ত বয়স্ক একজন নিয়মিত সময়ে রক্ত দিলে শরীরের কোন ক্ষতি নেই বরং উপকারিতা রয়েছে অনেক।এই রক্তদান কাজটি সবাই না করলেও নিঃস্বার্থভাবে এগিয়ে এসেছে কিছু তরুন যুবক রক্তযোদ্ধা। গড়ে তুলেছেন রক্তদানের প্লাটফর্ম। নাম দিয়েছে রক্তদান সমাজকল্যাণ সংস্থা। যাতে দিনে বা রাতে ফোন কলে ছুটে আসতে পারেন রোগীর রক্তের প্রয়োজনে।
মানবদেহে রক্ত ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকা অসম্ভব।অনেক সময় এমন পরিস্থিতি হয় যে, রোগীর জীবন বাঁচাতে প্রয়োজনীয় রক্ত পাওয়া দুষ্কর। সে সময়টা ভোগ করতে হয় রোগীর স্বজনদের। রোগীর জীবন বাঁচাতে তারা ছুটোছুটি করে। এমন মুহূর্তে তাদের পাশে দাঁড়াতে কাজ করছে কিছু তরুণ যুবক। কিন্তু এবার মানবিক কাজে স্বামীর সাথে গৃহবধু স্ত্রীও ছুটে যাচ্ছেন রক্তদান করতে।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের বøাড বিভাগের নোটিস বোর্ডসহ বিভিন্ন হাসপাতাল,সোশ্যাল মিডিয়া ছাড়াও প্রায় মানুষের মুখে ছড়িয়ে পড়েছে দিনাজপুর রক্তদান সমাজকল্যাণ সংস্থার নাম। ২০২০সালের ডিসেম্বরে প্রতিষ্ঠার পর সদস্য সংখ্যা দিন দিন বাড়ছে। দিনাজপুরে নিয়মিত রক্তদান করছে ১০০জন এবং সারাদেশে প্রায় ৫ হাজার সদস্য রয়েছে। সেই সাথে রক্তদানে উপকারিতা তুলে ধরে অন্যদের উদ্বুদ্ধ করেন এই মহৎ কাজে। অপরদিকে সময় মত রক্ত পেয়ে সন্তুষ্টির কথা জানালেন রোগী ও তাদের স্বজনরা।
রক্তদান সমাজকল্যাণ সংস্থা, দিনাজপুর সভাপতি রবিউল ইসলাম রাজু ও সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম জানান, রক্তদান সমাজকল্যাণ সংস্থার দুইজন সদস্য, দম্পত্তি কাওসার আলী ও জেবুন নাহার জুঁই। বিয়ের পর থেকেই স্বামীর অনুরোধে নিয়মিত রক্ত ডোনেট করে আসছেন স্ত্রী। তারা দুজনেই এসেছেন একসাথে রক্ত দিতে। এভাবেই অসংখ্য নারী-পুরুষ এগিয়ে আসছেন রক্তদানে।তবে এদের মধ্যে কলেজ পড়–য়া যুবক-যুবতীদের সংখ্যাই বেশি।রক্তদানে এগিয়ে আসতে পেরে তারাও জানালেন আত্মতৃপ্তির কথা।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল,দিনাজপুরের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা: এ.বি.এমকামরুল হাসান বলেন, প্রাপ্ত বয়স্ক একজন নিয়মিত সময়ে রক্ত দিলে শরীরের কোন ক্ষতি নেই উল্টো এর উপকারিতা অনেক রয়েছে। এই মহৎ কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি। তিনি আরও জানান, প্রতিবছর ১৪জুনকে“বিশ^ রক্ত দাতা দিবস” হিসেবে পালন করে আসছে বিশে^র বিভিন্ন দেশ। কোন স্বার্থ ছাড়াই যারা শুধু একজনের জীবন বাঁচাতে ও হাসি ফুটাতে পৃথিবীর সর্বশ্রেষ্ট ও নি:স্বার্থ উপহার রক্তদানে এগিয়ে আসেন মুলত তাদের সম্মানার্থে এই দিবসটি পালিত হয়ে আসছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে পঞ্চগড়ে শিক্ষকদের মানববন্ধন

কাহারোলে শিক্ষককে লাঞ্ছিত ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন

জমে উঠেছে রানীশংকৈল পৌর নির্বাচন ! বিদ্রোহী স্বতন্ত্র সহ সকল প্রার্থীদের প্রতীক বরাদ্দ !

মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হলো লিমা, খুশি বাবা-মা

বালিয়াডাঙ্গীতে আবারও দুই ব্যক্তির করোনা পজিটিভ

আমনখেতে পোকার আক্রমণ, কাজ হচ্ছে না কীটনাশকেও

বৈরী আবহাওয়ায় বীরগঞ্জে লিচু ফলন নিয়ে শঙ্কায় চাষিরা

রাণীশংকৈলের নির্যাতন মামলার মূল আসামি করিমুল গ্রেফতার

বীরগঞ্জে দুই সতীনের পুকুরের বালু দিয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের নিমার্ণ কাজ \এলাকাবাসীদের মানববন্ধন

তথ্য প্রযুক্তি নির্ভর দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিটি বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে .. ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী